চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রামের রাউজানে মোহাম্মদ সেলিম (৪০) নামের এক যুবককে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (৬ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কদলপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
নিহত সেলিম কদলপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সচিব। রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া এসব তথ্য নিশ্চিত করেছেন।
নিহত সেলিমের ফুফাতো ভাই মো. রিদুয়ান বলেন, চাচির জানাজা নামাজ পড়ে ঈষাণ ভট্টের হাট এলাকায় মোটরসাইকেলে করে ওষুধ কিনতে গিয়েছিলেন। মোটরসাইকেলে তার স্ত্রী ফেরদৌস আক্তারসহ এক মেয়ে ছিল। এ সময় বোরকা পরা দুই যুবকসহ ৪-৫ জন তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। একটি গুলি তার মাথায় লাগে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।
নিহতের স্ত্রী ফেরদৌস আকতার জানান, সেলিমসহ তারা তিনজন মোটরসাইকেলে করে তার চাচি শাশুড়ির জানাজায় গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে ঈশান ভট্টের হাট থেকে ওষুধ কিনতে নেমেছিলেন তারা। সেখান থেকে মোটরসাইকেলে ওঠার সময় গুলির ঘটনা ঘটে। হামলাকারীদের মধ্যে ইলিয়াস নামের একজন ছিলেন। বাকিদের দেখলে আমি চিনতে পারব।
রাউজান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাহজাহান বলেন, ওই ব্যক্তির শরীরে শটগানের দুটি গুলি লাগে। একটি গুলি তার মুখের একপাশে লাগে এবং মুখটি থেতলে যায়। হাসপাতালে আনার আগেই তিনি মারা যান।
ওসি মনিরুল ইসলাম বলেন, ‘‘ঘটনার পরপরই পুলিশের একটি দল নিয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। কী কারণে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে এখনো নিশ্চিত হওয়া যায়নি। লাশ উদ্ধার করে মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।’’


