নিজস্ব প্রতিবেদক
নরসিংদীর বেলাবতে ১১ বছরের শিশু ধর্ষণের প্রধান আসামী মিরাজ মিয়া (১৯) কে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১১ এর একটি চৌকস অভিযানিক দল শনিবার (১২ ফেব্রুয়ারী) রাত সাড়ে ১০টায় সিলেটস্থ র্যাব-৯ এর সাথে সমন্বয় করে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানাধীন বাল্লা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
র্যাব-১১, সিপিএসসি, নরসিংদীর ফ্লাইট লেফটেন্যান্ট ক্যাম্প কমান্ডার মোঃ তৌহিদুল মবিন খান তাদের নরসিংদী কার্যালয়ে রবিবার (১৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
গ্রেফতারকৃত মিরাজ মিয়া নরসিংদী জেলার বেলাব থানাধীন দেওয়ানের চর গ্রামের মোঃ চাঁন মিয়া এর ছেলে।
মোঃ তৌহিদুল মবিন জানান, গত ১৯ জানুয়ারি রাত অনুমান পোনে ১০টার দিকে ধর্ষিতা(১১) শিশুটিকে ঘরে একা রেখে বাড়ির পাশে একটি মাজারে যান। বাড়ীতে কেউ না থাকায় সেই সুযোগে জানালা দিয়ে চুপিসারে ঘরের ভিতরে প্রবেশ করে বৈদ্যুতিক বাতি নিভিয়ে দেয় এবং ওই শিশুর মুখে ওড়না বেঁধে ধর্ষণ করে। এসময় ধর্ষিতা শিশুটি চেষ্টাকালে আত্মচিৎকার শুরু করলে অভিযুক্ত মিরাজ পালিয়ে যায়।
ঘটনাটি স্থানীয়, জাতীয় পত্রিকা ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রচারিত হলে চাঞ্চল্যের সৃস্টি হয়। ঘটনার পর থেকেই উক্ত ঘটনার সাথে জড়িত একমাত্র আসামী গ্রেফতারে গোয়েন্দা তৎপরতা শুরু করে র্যাব-১১।
পরবর্তীতে র্যাব-১১, গোয়েন্দা সুত্র ধরে জানতে পারে যে, অভিযুক্ত মিরাজ হবিগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অবস্থান করছে। উক্ত এলাকা র্যাব-৯ এর আওতাধীন হওয়ায় র্যাব-১১ ও র্যাব-৯ যৌথভাবে উক্ত আসামীর অবস্থান নির্ণয়ে কাজ শুরু করে। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা সুত্র ধরে এ ব্যাপারে নিশ্চিত হয় যে, অভিযুক্ত মিরাজ হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানাধীন বাল্লা সীমান্তবর্তী এলাকার নোম্যান্সল্যান্ডের পাশে আত্মগোপন করে আছে। সীমান্ত এলাকা হওয়ায় ৫৫ বিজিবি বাল্লা ক্যাম্প ও র্যাব-৯ এর সাথে সমন্বয়পূর্বক উক্ত আসামীকে নোম্যান্সল্যান্ড এর পাশে অভিযান পরিচালনা করে মৃত হাসিম মিয়ার বাড়ী থেকে গ্রেফতার করে র্যাব-১১।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।