মো. মাছুম ভূঁইয়া,বেলাব
নরসিংদীর বেলাবতে দুঃস্থ ও সুবিধাবঞ্চিত প্রায় দেড় শতাধিক পরিবারের মাঝে খাদ্য ও গাছের চারা বিতরণ করেছে “ইনার হুইল ক্লাব অব গ্রেটার ঢাকা-৩২৮”।। এছাড়াও দুঃস্থ প্রবীণদের মধ্যে খাদ্য,বস্ত্র ও গৃহনির্মাণ সামগ্রী এবং স্বদেশ মৃত্তিকা ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থ মহিলাদের সেলাই মেশিণ এবং বিভিন্ন স্কুলে আসবাবপত্র বিতরণ করা হয়।
শুক্রবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১ টায় উপজেলার নারায়নপুরে ক্যাপ্টেন ইমাম আনোয়ার হোসেন(কাজল)’র বাসভবনে এসব সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণ কালে উপস্থিত ছিলেন ইনার হুইল ক্লাব অব গ্রেটার ঢাকা’র সভাপতি রোকসানা আক্তার লিপি,সহ-সভাপতি আবিদা সুলতানা,সাবেক সভাপতি নাসিমা আক্তার জাহান, সাধারণ সম্পাদক সেতারা কামাল, আই.এস.ও আফরোজা কবীর, প্রতিষ্ঠাতা সভাপতি আতিকা খাতুন, সদস্য পাঁপড়ি রহমান, শামসুন্নাহার মুক্তা, আফরোজা সুলতানা, রুবিয়া সাঈদ, জেলা যুবলীগের কার্যনির্বাহী সদস্য মোঃ মেরাজুল ইসলাম ভূঁইয়া মাছুম, জালালাবাদ সরকারী প্রাঃ বিদ্যালয়ের সভাপতি মোঃ মোশারফ হোসেন, ইউপি সদস্য মোঃ শিমুল মিয়া, তরুন সমাজ সেবক হোসাইন মোঃ নিশাদ সহ প্রমূখ।
এসময় দেড় শতাধিক দুঃস্থ ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে খাদ্য ও গাছের চারা, দশ জন হতদরিদ্র বৃদ্ধ মহিলাকে বস্ত্র, দুইজন দুঃস্থ মহিলাকে আত্মকর্ম সংস্থানে সেলাই মেশিন, একজন গৃহহীন প্রবীণ ব্যক্তিকে গৃহনির্মাণে নগদ ২০ হাজার টাকা ও স্থানীয় দুটি শিক্ষা প্রতিষ্ঠান আসবাবপত্র ক্রয়ে নগদ অর্থ প্রদান করা হয়।