নিজস্ব প্রতিবেদক
নরসিংদীর বেলাবতে কলেজে যাবার পথে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত হয়েছেন আবদুস সাত্তার নামে এক কলেজ শিক্ষক। বুধবার সকালে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের নারায়ণপুর বাসষ্ট্যান্ড এলাকায় এই আহতের ঘটনা ঘটে।
এ ঘটনায় কলেজ শিক্ষক আবদুস সাত্তার বেলাব থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তিনি উপজেলার নারায়ণপুর রাবেয়া মহাবিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও ইসলামী শিক্ষা বিভাগের অধ্যাপক।
অভিযোগে জানা যায়, নারায়ণপুর রাবেয়া মহাবিদ্যালয়ের ওই শিক্ষক প্রতিদিন ভৈরব শম্বুপুরের নিজের বাড়ি থেকে কলেজে এসে পাঠদান করেন। তারই ধারাবাহিকতায় ঘটনার দিন সকাল ৮টা ৪০ মিনিটে তিনি নারায়ণপুর বাসস্ট্যান্ড এলাকায় নেমে মহাসড়ক পার হয়ে অপর পাশে যাবার সময় অজ্ঞাত এক ছেলে ধারালো চাকু দিয়ে ঘাড়ে আঘাত করে যা পিঠ পর্যন্ত নেমে আসে। আশপাশের লোকজন এগিয়ে আসার আগেই ওই দুর্বৃত্ত রাস্তার একপাশে অপেক্ষমান তার সহযোগির মোটরসাইকেলে চড়ে দ্রুত পালিয়ে যান।
আহত কলেজ শিক্ষকের ডাক চিৎকারে লোকজন ও কলেজের অন্যান্য শিক্ষকরা ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায়।
আহত কলেজ শিক্ষক আবদুস সাত্তার বলেন, আমার কোন শক্রু নেই। আমি দীর্ঘদিন ধরে এই কলেজে শিক্ষকতা করে আসছি। কে বা কারা আমাকে আঘাত করছে আমি বলতে পারছি না। আমি থানায় অভিযোগ দিয়েছি। আশা করি ন্যায় বিচার পাবো।
নারায়ণপুর কলেজের বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মজিবুর রহমান বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। শিক্ষককে উপর হামলা চালিয়ে যারা তাকে আহত করেছে আমি তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করছি।
বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আহত ওই শিক্ষক থানায় লিখিত অভিযোগ করেছেন। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।