নিজস্ব প্রতিবেদক
বেলাবতে আড়িয়াল খাঁ নদ থেকে ভেসে উঠা তিন শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (০৯ অক্টোবর) দুপুরে ওই তিন শিশু উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নে বীরকান্দা ঘাটে আড়িয়াল খাঁ নদে গোসল করতে নেমে তারা ডুবে যায়। রাতে তাদের মরদেহ নদের পানিতে ভেসে উঠলে পুলিশ তাদেরকে উদ্ধার করে।
নিহত শিশুরা হলো বিন্নাবাইদ ইউনিয়নের বীরকান্দা গ্রামের মৃত ফারুখ মিয়া শিশু কন্যা হালিমা আক্তার (১০), আবুল কাশেমের মেয়ে ঝুমা আক্তার (১০) ও কাউছার মিয়ার মেয়ে শিবা আক্তার (১১)। তারা একে অপরে ছিল প্রতিবেশী এবং একই শ্রেণীর শিক্ষার্থী সেই সুবাদে বান্ধবীও বটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, দুপুরে বৃষ্টির মধ্যে হালিমা, ঝুমা ও শিবা তারা তিন জনে বীরকান্দা ঘাটে গোসল করতে আড়িয়াল খাঁ নদে নামে। গোসলের এক পর্যায়ে তারা তিনজনেই ডুবে যায়।
এদিকে সন্ধ্যা ঘনিয়ে আসতে থাকায় নদের পানিতে ডুবে যাওয়া ওই তিন শিশু বাড়ি না ফিরে আসলে তাদের স্বজনরা খুঁজতে বের হয়। খোঁজাখুঁজির এক পর্যায়ে বীরকান্দা ঘাট এলাকায় শিশু হালিমা মরদেহ দেখতে পায় এবং তারা পুলিশে খবর দেয়। পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে। হালিমার মরদেহ উদ্ধারের পর ওপর দুই শিশু ঝুমা ও শিবার স্বজনরা দিগ্বিদিক জ্ঞান শূন্য হয়ে তাদেরকে এদিক সেদিক খুঁজতে থাকে। অনেক খোঁজাখুঁজির পর রাতে বীরকান্দা ঘাট এলাকায় আড়িয়াল খাঁ নদে তাদের দুজনের মরদেহ ভাসতে দেখে স্বজনরা। পুলিশ নদ থেকে তাদের মরদেহ উদ্ধার করে। পরে আবেদনের প্রেক্ষিতে লাশ ময়না তদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করে পুলিশ।
বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভির আহমেদ ঘটনার সত্যতা নি্শ্চিত করে বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই মরদেহগুলো হস্তান্তর করা হয়েছে।