নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ দলিল লেখক সমিতি (বাদলেস) এর সম্মেলন উপলক্ষ্যে নরসিংদী জেলা জুড়ে সাজ সাজ অবস্থা বিরাজ করছে। আগামী ৪ মার্চ বাদলেস এর এই সম্মেলনকে ঘিরে ইতোমধ্যে নরসিংদীসহ দেশের বিভিন্ন জেলায় ব্যানার ফেস্টুন, বিলবোর্ড ও তোরণে ছেয়ে গেছে।
জানা যায়, আগামী ৪ মার্চ শনিবার ঢাকাস্থ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বাংলাদেশ দলিল লেখক সমিতি (বাদলেস)’র পঞ্চবার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হবে। আর এই সম্মেলনের প্রচার-প্রচারণায় জন্য ইতোমধ্যে নরসিংদীসহ দেশের অন্যান্য জেলার বিভিন্ন স্থান, রাস্তার মোড়, প্রধান প্রধান সড়কগুলোতে শোভা পাচ্ছে ব্যানার ফেস্টুন, বিলবোর্ড ও তোরণ। সরেজমিনে ঘুরে দেখা যায় নরসিংদীর ইটাখোলা থেকে ঢাকা জেলা সহ ৪৫ টি তোরণ শোভা পাচ্ছে।
নরসিংদী কৃতিসন্তান, বাংলাদেশ দলিল লেখক সমিতির সভাপতি মো. নূর আলম ভূঁইয়া যোগ্য ও দক্ষ সংগঠক হিসেবে এপর্যন্ত পর পর ৪ বার বাদলেস এর সভাপতি নির্বাচিত হয়ে গত ২০ বছর যাবৎ সফলতার সাথে এ দায়িত্ব পালন করে আসছে। নরসিংদী এই কৃতিসন্তানকে পূণরায় সভাপতি হিসেবে নির্বাচিত করতে জেলার দলিল লেখকদের মধ্যে ফিরে এসেছে প্রাণ চাঞ্চল্য এবং সৃষ্টি হয়েছে গণজোয়ার।
আগামী ৪ মার্চ শনিবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অনুষ্ঠিতব্য সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এভ. আনিসুল হক এমপি। প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন শিল্পমন্ত্রীর নুরুল এড. নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ দলিল লেখক সমিতির উপদেষ্টা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি, উপদেষ্টা নজরুল ইসলাম বাবু এমপি, উপদেষ্টা রেজওয়ান আহমেদ তৌফিক এমপি।
সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মহা পরিদর্শক নিবন্ধন ড. খান মো. আব্দুল মান্নান (সিনিয়ার জেলা ও দায়রা জজ) সম্মেলনের সভাপতি তো করবেন বাংলাদেশ দলিল লেখক সমিতির সুযোগ্য সভাপতি মো. নূর আলম ভূঁইয়া এবং পরিচালনা করবেন সাধারণ সম্পাদক জোবায়ের আহমেদ।