নিজস্ব প্রতিবেদক
বাগেরহাটের মোংলা উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তিন যুবক নিহত হয়েছেন।
বুধবার (১০ মার্চ) রাত পৌঁনে ১২টার দিকে উপজেলার মৌখালী ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মোংলা পৌর এলাকার মোর্শেদ সড়কের জাহাঙ্গীর হোসেনের ছেলে বায়জিদ হোসেন (২২), একই এলাকার মো. কুদ্দুসের ছেলে জাকারিয়া (২০) এবং জেলার মোড়েলগঞ্জ উপজেলার আসাদের ছেলে সাকিব (২০)।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) বিকাশ চন্দ্র ঘোষ জানান, নিহত তিন জন দুর্ঘটনার আগে মোংলার চাঁদপাই পীর মেছেরশাহের মাজারের মেলা দেখে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। রাত সাড়ে ১১টার দিকে মৌখালী এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায়। এ সময় রাস্তার পাশের বৈদ্যুতিক খুঁটির সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে তিন আরোহী ছিটকে পড়েন।
পুলিশের এ কর্মকর্তা আরও জানান, তিন জনেরই মাথা, হাত ও পাসহ শরীরের বিভিন্ন জায়গা গুরুতর জখম হয়। মারাত্মক আঘাত ও রক্তক্ষরণের ফলে ঘটনাস্থলে নিহত হন তাঁরা।
তিনি জানান, খবর পেয়ে পুলিশ এবং স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে ওসি জানান।