মনিরুজ্জামান,নরসিংদীঃ
জামালপুরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিদের সমন্বয়ে “বঙ্গমাতা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি” গঠন করা হয়েছে। সর্বসম্মতিক্রমে দৈনিক অধিকারের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মোঃ আল-ফাহাদকে আহ্বায়ক করে ১১সদস্যের কমিটি গঠন করা হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
মনোহরদীর দৌলতপুরের সন্তান মোঃ আল-ফাহাদ দৌলতপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং পাঁচকান্দি ডিগ্রি কলেজ থেকে কৃতিত্বের সাথে এইচএসসি পাশ করে বিশ্ববিদ্যালয়টির ফিশারিজ বিভাগে অধ্যয়নরত আছেন। এছাড়াও তিনি বিশ্ববিদ্যালয় রিভার ডিফেন্ডার্স ক্লাবের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বরত আছেন। তাঁর পিতা আওলাদ হোসেন দুলাল দৌলতপুরের পোস্ট মাস্টার হিসেবে কর্মরত।
এদিকে নবগঠিত বঙ্গমাতা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির আহ্বায়কসহ সকল নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ।