নিজস্ব প্রতিবেদক
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথ্যা অপপ্রচার চালিয়ে ফজল মিয়া নামে এক ব্যবসায়ীর পারিবারিক ও সামাজিকভাবে মর্যাদা ক্ষুন্ন করেছে কতিপয় ব্যক্তি/ব্যক্তিরা। সম্প্রতি “সচেতন নরসিংদী” নামে একটি ফেসবুক আইডিতে মিথ্যা ও বানোয়াট স্ট্যাটাস দিয়ে এ অপপ্রচার চালানো হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে মিথ্যে অপপ্রচারকারীরা ভবিষ্যতে যেন কোন ক্ষতিসাধন না করতে পারে তার জন্য নরসিংদী সদর মডেল থানায় গত রবিবার (২৯ অক্টোবর) সাধারণ ডায়েরি করেছে ব্যবসায়ী ফজল মিয়া। যার নং ২২৩৯ তারিখ ২৯-১০-২০২২ইং।
ব্যবসায়ী মো. ফজল মিয়া নরসিংদী সদর উপজেলার পুরান পাড়া (গাবতলী) গ্রামের শাহ মামুন মিয়ার ছেলে। তিনি ওই এলাকার একজন সেনেটারী মালামাল ব্যবসায়ী। “মেসার্স মীরা অ্যান্ড ফজল ট্রেডার্স” নামে তার মালিকানাধীন একটি সেনেটারি মালামালের দোকান রয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আইডি
“সচেতন নরসিংদী” তে দেওয়া স্ট্যাটাসে কতিপয় ব্যক্তি সেনেটারী ব্যবসায়ী ফজল মিয়াকে রাজমিস্ত্রি পরিচয় দিয়ে বিভিন্ন অনৈতিক কর্মকান্ডের সাথে জড়িত থাকার কথা উল্লেখ করেছে কতিপয় ব্যক্তি। মিথ্যা বানোয়াট ওই স্ট্যাটাসে ফজল মিয়ার পারিবারিক ও সামাজিকভাবে সম্মান ক্ষুন্ন করা হয়েছে বলে তিনি দাবি করেন।
ফজল মিয়া “সচেতন নরসিংদী” ফেইসবুক আইডির মিথ্যা ও বানোয়াট ওই স্ট্যাটাসের তীব্র নিন্দা জানিয়ে বলেন, ফেইসবুক স্ট্যাটাস দেওয়া কতিপয় ব্যক্তি/ব্যক্তিরা ভবিষ্যতে আমার আরো বড় ধরণের ক্ষতি করতে না পারে সেই বিষয়টি মাথায় রেখে আমি নরসিংদী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেছি।