সব
facebook raytahost.com
ফরিদপুরে মহিলা লীগের পদে সরকারী প্রা. বিদ্যালয়ের প্রধান শিক্ষক | Holypennews

ফরিদপুরে মহিলা লীগের পদে সরকারী প্রা. বিদ্যালয়ের প্রধান শিক্ষক

ফরিদপুরে মহিলা লীগের পদে সরকারী  প্রা. বিদ্যালয়ের প্রধান শিক্ষক

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে জেলা মহিলা লীগের কমিটিতে সদস্য পদ পেয়েছেন মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের ছকড়িকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাধা রানী ভৌমিক। গত ৩০ সেপ্টেম্বর এ কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটিতে ৫৫ নম্বর সদস্য হিসেবে তার নাম রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ২০ বছর ধরে শিক্ষক হিসেবে চাকরি করছেন রাধা রানী। পদোন্নতি পেয়ে হয়েছেন প্রধান শিক্ষক। দীর্ঘদিন রাজনীতির সঙ্গে জড়িত এই শিক্ষক স্কুল ফেলে বেশিরভাগ সময়ই রাজনীতির পেছনে সময় দেন বলে অভিযোগ রয়েছে।

একটি রাজনৈতিক দলের পদে সরকারি বেতনভুক্ত একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার পদপ্রাপ্তির বিষয়টি নিয়ে সমালোচনা হচ্ছে।

সরকারি কর্মচারী আচরণ বিধিমালা-১৯৭৯ এর বিধি ২৫-এ উল্লেখ রয়েছে, কোনো সরকারি কর্মচারী কোনো রাজনৈতিক দলের বা রাজনৈতিক দলের কোনো অঙ্গসংগঠনের সদস্য হতে বা কোনোভাবে যুক্ত থাকতে পারবেন না। বাংলাদেশে অথবা বিদেশে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ বা কোনো প্রকার সহযোগিতা করতে পারবেন না।

জেলা মহিলা লীগের সদস্য পদ পাওয়া রাধা রানী ভৌমিকের স্বামীর নাম বলরাম ভৌমিক। ফরিদপুর মধুখালীর পৌর এলাকার গাড়াখোলা মহল্লায় থাকেন তিনি। এই দম্পতির এক সন্তান রয়েছে।

রাধা রানী ভৌমিক বলেন, ‘আমি জেলা মহিলা আওয়ামী লীগের সদস্য তবে এই পদের জন্য নিজে কোনো আবেদন করিনি। আর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষিকার চাকরি করে এই পদে থাকা যায় কি না আমার জানা নেই। তবে আপনারা যদি বলেন তাহলে আমি কর্তৃপক্ষের কাছে আবেদন করে জানতে চাইবো আসলেই এই পদে থেকে রাজনৈতিক দল করা যায় কি না।’

জেলা মহিলা লীগের সভাপতি মাহমুদা বেগম বলেন, রাধা রানী যখন থেকে রাজনীতিতে সম্পৃক্ত হন তখন স্কুলটি বেসরকারি ছিল। সদ্য গঠিত জেলা মহিলা লীগের কমিটি গঠনের অনেক বছর আগেই স্কুলটি সরকারি হয়েছে উল্লেখ করা হলে মাহমুদা বেগম বলেন, আসলে এটি কেন্দ্র থেকে করা হয়েছে। তবে তিনি আমাদের মিটিং-মিছিলে অংশ নেন না।

উপজেলা শিক্ষা কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, বিষয়টি শুনেছি। সরকারি কর্মচারী কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত থাকতে পারে না। সেক্ষেত্রে কী ব্যবস্থা নেবেন এমন প্রশ্নে তিনি বলেন, ‘আমি তো হাইকোর্ট না যে ব্যবস্থা নেবো।’

আপনার মতামত লিখুন :

বগুড়ায় হিরো আলমকে কান ধরিয়ে উঠ-বস

বগুড়ায় হিরো আলমকে কান ধরিয়ে উঠ-বস

সিরাজগঞ্জে মাইক্রোবাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ নিহত ৫

সিরাজগঞ্জে মাইক্রোবাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ নিহত ৫

আত্মগোপনে’ থাকা অবস্থায় নাঈমুল ইসলাম খান জমি বিক্রি করেন

আত্মগোপনে’ থাকা অবস্থায় নাঈমুল ইসলাম খান জমি বিক্রি করেন

গণহত্যাসহ সকল অপরাধের বিচার করা হবে;  জামায়াত আমির

গণহত্যাসহ সকল অপরাধের বিচার করা হবে;  জামায়াত আমির

নরসিংদীতে সিএনজি ও নসিমনের সংঘর্ষে নিহত ১, আহত ৭

নরসিংদীতে সিএনজি ও নসিমনের সংঘর্ষে নিহত ১, আহত ৭

কুমিল্লায় সাবেক অর্থমন্ত্রী মুস্তফা কামালসহ ৮৫ জনের বিরুদ্ধে মামলা

কুমিল্লায় সাবেক অর্থমন্ত্রী মুস্তফা কামালসহ ৮৫ জনের বিরুদ্ধে মামলা

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : মোঃ সারোয়ার খান

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৮৮, তরোয়া, নরসিংদী
ফোনঃ 01711205176 ই-মেইল : mdsaroarkhan@gmail.com
©২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Khan IT Host .com