হৃদয় এস সরকার: বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটুক্তি, হত্যার হুমকি ও সারাদেশে বিএনপির নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে নরসিংদীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে জেলা আওয়ামী লীগ, শহর আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের সমন্বয়ে শহর আওয়ামীলীগের সভাপতি মো: কামরুজ্জামান কামরুলের নেতৃত্বে একটি বিশাল মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে দলীয় কার্যালয় প্রাঙ্গনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক আব্দুল মতিন ভূইয়া, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জি এম তালেব হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পীরজাদা কাজী মোহাম্মদ আলী, নরসিংদী পৌরসভার সাবেক মেয়র ও শহর আওয়ামীলীগের সভাপতি কামরুজ্জামান কামরুল, বর্তমান মেয়র ও শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বাচ্চু, জেলা যুবলীগের সভাপতি বিজয় কৃষন গ্বোসামী, সাধারণ সম্পাদক শামীম নেওয়াজ, জেলা ছাত্রলীগের সভাপতি হাসিবুল হাসান মিন্টু সহ সকল সহযোগী সংগঠন ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মীরা।
এসময় বক্তারা বলেন, দেশ যখন সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই একটি মহল সুবিধা অর্জনের জন্য দেশের মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে। বিএনপি-জামাত তাদের বিভিন্ন অপশক্তির মাধ্যমে ক্ষমতায় আসতে চায়। জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন দেখে তাদের হিংসা হয়। আওয়ামীলীগ শেখ হাসিনার নের্তৃত্বে জনগণকে সাথে নিয়ে সকল অপশক্তির মোকাবেলা করবে। বক্তারা আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকিদাতাদের দ্রুত গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।