মনিরুজ্জামান,নরসিংদীঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিএনপি কর্তৃক হত্যার হুমকির প্রতিবাদে নরসিংদী জেলা যুব মহিলা নেত্রী নাজমা’র সৌজন্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ জুন) সকাল ১০ টার দিকে সহস্রাধিক নেতাকর্মী নিয়ে নরসিংদী শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে।
পরে সকাল ১১ টার সময় নরসিংদী জেলা আওয়ামী লীগ ও শহর আওয়ামী লীগ আয়োজিত
জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশগ্রহণ করে।
এসময় উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা পরিষদের প্রসাশক আব্দুল মতিন ভূইয়া, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিএম তালেব হোসেন, সাধারণ সম্পাদক পীরজাদা কাজী মোহাম্মদ আলী, নরসিংদী শহর আওয়ামী লীগের সভাপতি কামরুজ্জামান,সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বাচ্চুসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ,কৃষকলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ,তাঁতী লীগ, মহিলা আওয়ামী লীগসহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় বক্তরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিএনপি কর্তৃক হত্যার হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, ৭৫ এ বঙ্গবন্ধুকে স্বপরিবারের হত্যা করে ও বিএনপির দোসরদের তৃপ্তি মেটেনি। বিএনপি ও ছাত্রদল পুনরায় আরেকটি ৭৫ এর ঘটনা ঘটনোর পায়তারা করছে।
তাদের এ ষড়যন্ত্র কোনভাবেই সফল হতে দেবনা।মে কোন মূল্যে রাজাকার, দেশ বিরোধী, ষড়যন্ত্রকারীদের রুখতে হবে।এসময় বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল সহ দোষীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।