গত ২১ জুন অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল ‘শিরোনাম প্রতিদিন’ পত্রিকায় প্রকাশিত ‘সংবাদ প্রকাশের জেরে, ধরিয়ে দিতে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা’ এই শিরোনামে সংবাদটি আমার দৃষ্টি গোচর হয়েছে। আমি এই সংবাদটি প্রকাশে প্রতিবাদ জানাচ্ছি। সংবাদটি ফেসবুকে দেওয়া ঘোষণার বিষয়টি সত্য হলেও বাকি সবকিছু মিথ্যা ও বানোয়াট। এমন সংবাদটিতে যে ছবি ছাপা হয়েছে সেটাও মেকি ও বানোয়াট। ছবিতে আমার পাশে যে মেয়ে মানুষটি বসা আছে সে আর আমি একই গ্রামের। সম্পর্কে সে আমার ভাতিজি হয়। তাই আমি এই মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিমূলক এই সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
আনিসুজ্জামান আনিস
পিতা : মৃত সামসুজ্জামান
গ্রাম : সওদাগর কান্দি
রায়পুরা, নরসিংদী।