নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর পলাশে দিনব্যাপী বিজ্ঞান মেলা, পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান পাালন করা হয়েছে। পলাশ থানা সেন্ট্রাল কলেজ’র আয়োজনে বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত চলে এই বিজ্ঞান মেলা ও পিঠা উৎসব।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার বিজ্ঞান বিষয়ক ও পিঠাস্টলগুলো পরিদর্শন করেন নরসিংদী-২ পলাশ আসনের সংসদ সদস্য ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ।
কলেজের অধ্যক্ষ আমির হোসেন গাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, পলাশ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জিনারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল ইসলাম গাজী, পলাশ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কারীউল্লাহ সরকার ও গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী।
মেলায় বিজ্ঞান বিষয়ক স্টল ও পিঠার স্টলসহ মোট ৩০টি স্টল প্রদর্শনী করা হয়।