নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর পলাশে কেন্দ্রীয় সার্বমিলন দুর্গা মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি ) বিকেলে উপজেলার ভিরিন্দা গ্রামে এ মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।
মন্দির পরিচালনা কমিটির সভাপতি সুব্রত দত্তের সভাপতিত্বে ভিত্তি প্রস্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব সুব্রত কুমার দাস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ শিল্পাঞ্চল পুলিশের এএসপি জোতির্ময় সাহা অপু, নরসিংদী সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক তন্ময় দাস তনু।
অনুষ্ঠানের প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে ধর্মীয় বিষয়বস্তু উপর আলোচনা করেন পলাশ পূজা উদযাপন পরিষদের সভাপতি কার্তিক গুহ এবং প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অসিত দাস, মনোহরদী উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সনজন রায়,সাধারণ সম্পাদক বিষ্ণু সাহাসহ মন্দিরের অসংখ্য ভক্তরা এসময় উপস্থিত ছিলেন।