নিজস্ব প্রতিবেদক
নরসিংদীর পলাশে ১০ বছর বয়স্ক এক মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের চেষ্টা করার অভিযোগে এমদাদুল হক বুলু (৫০) নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ঘোড়াশাল বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে থানা পুলিশ।
অভিযুক্ত বুলু ঘোড়াশাল টেকপাড়া গ্রামের বাসিন্দা। তিনি ঘোড়াশাল বাজারে কাপড়ের ব্যবসার পাশাপাশি ঘোড়াশাল বাজার সমিতির অর্থ বিষয়ক সম্পাদকের দায়িত্বরত আছেন।
পুলিশ সূত্রে জানা যায়, এমদাদুল হক বুবু দীর্ঘদিন ধরে ঘোড়াশাল বাজার এলাকার মাদ্রাসাগুলোর কোমলমতি শিক্ষার্থীদের বিভিন্ন প্রলোভনে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে এনে তাদের বিভিন্ন অঙ্গ-প্রতঙ্গে হাত দেওয়াসহ বলাৎকার করে আসছিল। এবং এসব বিষয়ে কাউকে কিছু না জানানোর জন্য শিক্ষার্থীদের ভয়ভীতি দেখাতেন সে।
গত শনিবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে স্থানীয় একটি মাদ্রাসার হেফজ বিভাগের ১০ বছর বয়স্ক এক ছাত্রকে খেলা থেকে ডেকে এনে একই কায়দায় বলাৎকারের চেষ্টা চালায়। এসময় ওই ছাত্র কোন রকমে ছুটে গিয়ে মাদ্রাসার প্রিন্সিপালকে বিষয়টি জানায়। পরে প্রিন্সিপাল ও মাদ্রাসা কর্তৃপক্ষ স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিদের সাথে নিয়ে বিষয়টি পলাশ থানা পুলিশকে অবহিত করে। এদিকে ঘটনার পর থেকে অভিযুক্ত বুলু আত্মগোপনে চলে যায়। অত:পর রবিবার সকালে পুলিশ ঘোড়াশাল বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মুঞ্জুর আলম জানান, পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশে গোপন সংবাদে ভিত্তি ঘোড়াশাল বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।