নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর পলাশে হত্যা চেষ্টায় ছাত্রলীগ নেতার ছোড়া গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. মোস্তাফিজুর রহমান পাপন। সোমবার (১৬ জানুয়ারি) বেলা ৩টার দিকে উপজেলার সামসুর টেক এলাকায় উপজেলা ছাত্রলীগের নেতা ও তার দলবল পাপনকে ধরে নিয়ে গিয়ে গুলি করে। এসময় ছাত্রদলে সদস্য সচিব পাপন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়।
জানা যায়, সোমবার জেলা ও উপজেলা পর্যায়ে বিএনপি’র কেন্দ্রঘোষিত বিক্ষোভ কর্মসূচি ছিলো।
বেলা ৩টায় উপজেলা এলাকায় ওই কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলে তাতে যোগ দিতে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. মোস্তাফিজুর রহমান পাপন ওই এলাকায় উপস্থিত হয়। কর্মসূচি শুরু হওয়ার অপেক্ষা দাঁড়িয়ে ঘোড়াশাল পৌরসভা ছাত্রদলের আহবায়ক আমান উল্লাহ আমান ও সদস্য সচিব আরিফুল ইসলাম আরিফসহ ছাত্রদলে অন্যান্য নেতাকর্মীর সাথে কথা বলছিল। এসময় উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. রুবেল মিয়া তার দলবল নিয়ে পাপনকে সেখান তুলে নিয়ে যায়। পরে তার বাড়ীর পাশে সামসুর টেকে নিয়ে হত্যার উদ্দেশ্যে তাকে গুলি করলে সে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এদিকে গুলির শব্দে আশপাশের লোকজন ছুটে আসতে দেখে রুবেল ও তার দলবল পালিয়ে যায়।
স্থানীয়রা গুলিবিদ্ধ অবস্থায় ছাত্রদল নেতা পাপনকে উদ্ধার করে প্রথমে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা বেগতিক দেখে উন্নত চিকিৎসা জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যাওয়ার পরামর্শ দেয়। চিকিৎসকের পরামর্শক্রমে তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
এ ব্যাপারে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াস বলেন, গুলিবিদ্ধের ঘটনা শুনেছি তবে এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাইনি, ঘটনার সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।।