পলাশ (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর পলাশে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (২১ ফেব্রুয়ারি) একুশের থম প্রহরে পলাশ উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন পক্ষ থেকে শহিদ মিনারে শ্রদ্ধা ও পুষ্পস্তবক অর্পণ করা হয়। প্রথমে প্রসাশনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা আফসানা চৌধুরী পি এ এ।
পরে পলাশ উপজেলা পরিষদের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন, চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিলভিয়া স্নিগ্ধা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কারীউল্লাহ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার, পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াস, ঘোড়াশাল পৌরসভার পক্ষ থেকে পৌর মেয়র আল্ মোজাহিদ হোসেন তুষারসহ উপজেলা ও প্রসাশনের কর্মকর্তা কর্মচারী বৃন্দ।
পর্যায়ক্রমে একে একে শ্রদ্ধা নিবেদন করেন, পলাশ উপজেলা আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও অঙ্গ ও সহযোগী সংগঠন গুলো।
শ্রদ্ধা নিবেদন করেন পলাশ উপজেলা সুশাসনের জন্য নাগরিক সুজন, দুরন্ত পলাশ, শীতলক্ষ্যা নদী বাঁচাও আন্দোলন, পলাশ শিল্পান্চল সরকারি কলেজ, বিয়াম ল্যাবরেটরি স্কুল, পলাশ সাহিত্য সংসদ, পলাশ থানা সেন্ট্রাল কলেজ, মুক্তিযোদ্ধা সংসদ সহ বিভিন্ন রাজনৈতিক সমাজিক,স্বেচ্ছাসেবী, সাংবাদিক সংগঠন।