পলাশ প্রতিনিধি
নরসিংদীর পলাশে জিনারদী ইউনিয়নের মাঝেরচর ও টেঙ্গরপাড়া আশ্রায়ন প্রকল্প পরিদর্শন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক মো. শহীদুল ইসলাম। তিনি শনিবার (৪ মার্চ) বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আশ্রায়ন প্রকল্প পরিদর্শন শেষে উপকারভোগীদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষা উপকরণ বিতরন করেন।
এ উপলক্ষ্যে পলাশ উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত মাঝেরচর আশ্রায়ন প্রকল্পে সেলাই মেশিন বিতরণ ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল আলম।
এ সময় আরো বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ মাসুম, উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) সিলভিয়া স্নিগ্ধা ও জিনারদী ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম গাজী।