নিজস্ব প্রতিবেদক
নরসিংদী বয়েজ মডেল স্কুল এন্ড কলেজ চলতি ২০২২ সালে অনুষ্ঠিত এসএসসি পরিক্ষার ফলাফলে শতভাগ পাশের গৌরব অর্জন করেছে। এবছর নরসিংদী বয়েজ মডেল স্কুল এন্ড কলেজ থেকে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে মোট ৪০ জন শিক্ষার্থী এসএসসি পরিক্ষায় অংশ নিয়ে সবাই কৃতকার্য হয়।
গত সোমবার ফলাফল ঘোষণার পর প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের সাথে সাথে অভিভাবক এবং শিক্ষকরা ও আনন্দ উল্লাসে মেতে উঠে। এসময় অনেক অভিভাবকই সন্তানের পাশের খবরে তাদের চোখ থেকে আনন্দাশ্রু ঝরতে দেখা যায়।
মো. সাব্বির আহমেদ নামে এক শিক্ষার্থীর মা এ সময় অনেকটা আবেগপ্রবণ হয়ে কান্না জড়িত কন্ঠে তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, আমি বিশ্বাস করতে পারছি না আমার ছেলে এসএসসি পরীক্ষায় পাস করেছে। সবাই বলতো চেয়ার টেবিল পাস করলে ও সে পরীক্ষায় পাস করবে না কিন্তু সে পাশ করেছে। আমি এর পুরোটার কৃতিত্বই স্কুলের শিক্ষকদেরকে দিব। স্কুলের শিক্ষকরা যত্ন সহকারে শিক্ষাদান করায় আমার ছেলে আজ এসএসসি পাস করতে পেরেছে। আমার চোখের এই পানি দুঃখের নয় আনন্দের। আমি আজ অনেক আনন্দিত।
নরসিংদী বয়েজ মডেল স্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষ জানায় চলতি ২০২২ সালের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান, মানবিক ও ব্যবসা শিক্ষা বিভাগ থেকে মোট ৪০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। বিজ্ঞান বিভাগে উনিশ জন, মানবিকে ১৫ জন ও ব্যবসায় শিক্ষা বিভাগে ৬ জন শিক্ষার্থী অংশ নেয়। এবছর এসএসসির ফলাফলে অত্র প্রতিষ্ঠানের বিজ্ঞান বিভাগের ১০ জন শিক্ষার্থী জিপিএ-৫, ৫ জন গোল্ডেন জিপিএ-৫ পেয়ে স্কুলের সুনাম বয়ে এনেছে।
নরসিংদী বয়েজ মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু সিদ্দিক বলেন, আজকের এই ফলাফল ছাত্র- শিক্ষকের সমন্বিত উদ্যোগ বলে আমি মনে করি। ভাল শিক্ষার্থীদের দিয়ে ভালো ফলাফল করাটা কোন গৌরবের নয়। বরং দুর্বল শিক্ষার্থীদের কাছ থেকে ভালো ফলাফল বের করে আনাটাই গৌরব ও সাফল্যের। চেষ্টা এবং ইচ্ছে থাকলে দুর্বল এবং অমনযোগী শিক্ষার্থীদের দ্বারাও যে ভালো ফলাফল করানো যায় আমাদের শিক্ষকরা তাই প্রমান করেছে।