নিজস্ব প্রতিবেদক
“বঙ্গবন্ধুর বাংলাদেশে, পুলিশ আছে জনতার পাশে”, পুলিশ সপ্তাহ ২০২৩’র এ শ্লোগানকে সামনে রেখে নরসিংদীর পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, পিপিএম’র দক্ষ নেতৃত্বের ফলে নরসিংদী জেলা পুলিশ শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। ২০২২ সালে অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার ক্যাটাগরিতে নরসিংদী জেলা পুলিশ এ শ্রেষ্ঠত্ব অর্জন করেন।
নরসিংদী জেলা পুলিশ শ্রেষ্ঠত্ব অর্জন করায়
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) পুলিশ সপ্তাহের তৃতীয় দিনে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন, বিপিএম (বার), পিপিএম নরসিংদীর পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম’র হাতে শ্রেষ্ঠত্বের পুরস্কার তুলে দেন।
এদিকে নরসিংদীর পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম’র দক্ষতায় এবং যোগ্য নেতৃত্বে ও দিকনির্দেশনার ফলে জেলা পুলিশ শ্রেষ্ঠত্ব অর্জন করায় দেশের পুলিশ প্রসাশনে এ জেলার মুখ উজ্জ্বল করেছে। যা জেলাবাসীর অহংকার ও গৌরবের।
পুলিশ সপ্তাহ ২০২৩ উপলক্ষে ২০২২ সালের অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার ক্যাটাগরিতে নরসিংদী জেলা পুলিশ শ্রেষ্ঠত্ব অর্জন করায় পুলিশ সুপার, কাজী আশরাফুল আজীমকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেছেন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
সোমবার (৯ জানুয়ারি) পুলিশ সপ্তাহ ২০২৩ উদযাপন শেষে পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, পিপিএম নরসিংদী পুলিশ লাইন্সে আগমন করলে জেলা পুলিশের পক্ষ থেকে জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ পুলিশ সুপারকে এ ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. যায়েদ শাহরীয়ার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), অপস্) অণির্বান চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (ভিএসবি) সামসুল আরেফিন, অতিরিক্ত পুলিশ সুপার, (সদর সার্কেল) এম শহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) সত্যজিৎ কুমার ঘোষসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
নরসিংদী জেলা পুলিশের শ্রেষ্ঠত্ব অর্জনের মধ্যদিয়ে জেলার জন্য সম্মান বয়ে আনায় অনলাইন নিউজ পোর্টাল ‘হলিপেন নিউজ’র পক্ষ থেকে পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, পিপিএম সহ জেলার সকল পুশিশের প্রতি রইল শুভেচ্ছা ও অভিনন্দন।