নরসিংদী প্রতিনিধি: নরসিংদী জেলা পুরোহিত কল্যাণ পরিষদের নব-গঠিত কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শ্রীশ্রী গোপিনাথ জিউর আখড়াধামে এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মঙ্গল প্রদীপ প্রজ্জলন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য রঞ্জিত কুমার সাহা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা দেশ হিন্দু মহাজোটের সভাপতি শ্রী অজয় ভৌমিক ও সাধারণ সম্পাদক শ্রী অপু সাহা, নরসিংদী পৌর পূজা উৎযাপন পরিষদের সভাপতি উত্তম মোদক ও সাধারন সম্পাদক বিনয় সাহা, নরসিংদী উচ্চ বালিকা বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক তুষার ক্রান্তি ঘোষ।
এসময় জয়ধ্বনি ও উলুধ্বনির মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়।
আরো উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা পুরোহিত কল্যাণ পরিষদের নব-গঠিত কমিটির সভাপতি অধ্যক্ষ অহিভূষন চক্রবর্তী, সাধারন সম্পাদক কৃষ্ণ কান্ত আচার্য্য, সাংগঠনিক সম্পাদক শংকর চক্রবর্তী, বংশীবদন চক্রবর্তী অর্থ সম্পাদক, উত্তম চক্রবর্তী দপ্তর সম্পাদক নির্বাচিত হন। অনুষ্ঠানে সুশান্ত মোহন গোস্বামী, সুব্রত চক্রবর্তী, অভয়া চক্রবর্তী, প্রিতম চক্রবর্তী, নিরঞ্জন চক্রবর্তী, এড. গোপা ভট্টাচার্য্য, শ্রী আশিষ কুমার চক্রবর্তী, ডা: নারায়ণ চক্রবর্তীসহ আমিন্ত্রত অতিথিবৃন্দ এবং অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নব-গঠিত কমিটির সহ-সাধারণ সম্পাদক শ্রী প্রদীপ চক্রবর্তী। অনুষ্ঠানে নরসিংদীর প্রত্যেকটি থানা ও উপজেলার প্রায় ২০০ ব্রাহ্মণ উপস্থিত ছিলেন।