নিজস্ব প্রতিবেদক
নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাব’র সভাপতি মো. কামরুল হাসান সোহেল’র পিতা আঃ আউয়াল মিয়া (৮০)’র আশু রোগমুক্তি কামনা করে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(২০ জুলাই) সন্ধ্যায় নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাব কার্যালয়ে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাব’র সভাপতি মো. কামরুল হাসান সোহেল’র সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সিনিয়র সহ সভাপতি মো. শাহাদাৎ হোসেন রাজু, সহ সভাপতি টুটুল সিকদার, অর্থ বিষয়ক সম্পাদক তৌকির আহম্মেদ, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শফিউদ্দিন খন্দকার, সিনিয়র সদস্য কবির হোসেন, শফিকুল ইসলাম রিপন, বিশ্বনাথ পাল, এম ওবায়দুল কবির, ফারজানা শেলী,আব্দুল জলিল মিয়া, সাধারণ সদস্য কাজী রুনা লায়লা, নাজমুল হাসান মোল্লা, জুবায়ের আহমেদ বিল্লাল হোসেন, মানাবেন্দ্র রায় প্রমূখ।
দোয়া পরিচালনা করেন দরবার শরিফ মসজিদের ঈমাম হাফেজ মাওলানা ইয়াছিন। এসময় কামরুল হাসান সোহেল’র পিতা আঃ আউয়াল মিয়াসহ অসুস্থ সকল সাংবাদিকদের আশু রোগমুক্তি কামনা করে দোয়া করা হয়।
উল্লেখ্য কামরুল হাসান সোহেল’র পিতা আঃ আউয়াল মিয়া দীর্ঘ কয়েক বছর যাবৎ আমেরিকা বসবাস করছেন। সাম্প্রতিক সময়ে তিনি দুরারোগ্য ব্যধি ক্যান্সার রোগে আক্রান্ত হন। গত সোমবার (১৮ জুলাই) রাতে তিনি শারিরীক ভাবে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত আমেরিকার Massachusetts general Hospital (ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতাল) এ ইমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।