পবিত্র রমজান মাস উপলক্ষ্যে নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের সৌজন্যে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ এপ্রিল) বিকেলে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নরসিংদী জেলা শহরের গ্যালাক্সি রেষ্টুরেন্টের তৃতীয় তলায় এ আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি কামরুল হাসান সোহেল এর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, নরসিংদী প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক হুমায়ুন শাহ, প্রতিষ্ঠাতা সভাপতি বাবু নিবারণ রায়, সাবেক আহবায়ক, বাসস’র জেলা প্রতিনিধি মো: আবু তাহের, সাবেক সভাপতি মাখন দাস, আল-আমিন ফেব্রিক্স এর স্বত্তাধীকারী ও নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের উপদেষ্টা আল-আমিন রহমান, আজকের চেতনা পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবিএম আজরাফ টিপু প্রমুখ।
নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক এর সঞ্চালনায় ক্লাবের কার্যনির্বাহী পরিষদের সিনিয়র সহ-সভাপতি শাহাদাৎ হোসেন রাজু, সহ-সভাপতি আশিকুর রহমান, টুটুল শিকদার, কোষাধ্যক্ষ তৌকির আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আল-আমিন মিয়া, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনির, মাহবুব আলম লিটন, জাহিদুল ইসলাম জাহিদ, দপ্তর সম্পাদক হুমায়ন কবির, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ শফিউদ্দিন খন্দকার, ক্লাবের অন্যান্য সদস্যসহ নরসিংদী প্রেসক্লাব,এক্টিভ জার্নালিস্ট গ্রুপ,মাধবদী থানা প্রেসক্লাবসহ বিভিন্ন উপজেলা,থানা প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দোয়া ও ইফতার মাহফিলে ন্যায়ের পথে অবিচল থেকে সত্য, বস্তুনিষ্ঠ,গঠনমূলক ও সাধারণ মানুষের উপকার হয় এমন সংবাদ প্রকাশসহ নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবকে ন্যায় ও নিষ্ঠার প্রতীক হিসেবে গড়ে তুলতে ক্লাবের সকল সদস্যের প্রতি আহ্বান জানান আগত অতিথিরা।
এসময় নরসিংদী প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান বলেন, আমাদের পরিচয় আমরা সাংবাদিক। আমরা সবাই একই পেশায় নিয়োজিত। তাই পেশাগত কারণে আমরা সবাই ভাই ভাই। যেহেতু আমরা একই পেশায় নিয়োজিত আছি এবং সহযোদ্ধা হিসেবে কাজ করছি তাই আমি মনে করি নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল আমাদের প্রেস ক্লাবের ইফতার মাহফিল।
সাধারণ সম্পাদক হুমায়ুন শাহ বলেন, নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের সদস্যরা আমাদের সহকর্মী হিসেবে সবসময় পাশে থাকবেন।
আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন জেলা রিপোর্টার্স ক্লাব সংলগ্ন দরবার শরীফ মসজিদের খতিব হযরত মাওলানা ইয়াসিন।