নিজস্ব প্রতিবেদক
নরসিংদী জেলা মহাফেজখানা দলিল লেখক ও তল্লাশকারক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সোমবার (২১ নভেম্বর) সকাল ১০ টায় উৎসবমুখর পরিবেশে জেলা মহাফেজ খানা দলিল লেখক ও তল্লাশকারক সমিতি কার্যালয়ে এ নির্বাচন শুরু হয়। কোন রকম বিরতি ছাড়া তা চলবে বিকাল ৩ টা পর্যন্ত।
সুষ্ঠু, সুন্দর ও একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করছেন ৭ জন ব্যক্তি। এর মধ্যে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন মোক্তার হোসেন। এছাড়া বাকী ৬ নিবাচন কমিশনার হলেন, মো. নাসির উদ্দিন, মো. হারুণ অর রশিদ, মো. তোফায়েল আহমেদ. মো.তাইজ উদ্দিন, মো. সুমন রাহাত ও মো. আরিফ সরকার।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, নির্বাচনে মোট
৯৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৯টি পদের বিপরীতে মোট ২১ জন প্রার্থী নির্বাচনী লড়াই লড়ছেন। এর মধ্যে সভাপতি, সহ সভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদক এই ৩টি পদে ৩ জন করে প্রার্থী এবং সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, কোষাধক্ষ্য, দপ্তর সম্পাদক, প্রচার সম্পাদক ও ধর্ম বিষয়ক সম্পাদক এই ৬টি পদে ২ জন করে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে।
সকাল ১০টায় ভোটগ্রহন শুরু হয়ে শেষ খবর পাওয়া পর্যন্ত তা চলছে।