নিজস্ব প্রতিবেদক
নরসিংদী জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রায় দ্বিগুণ ভোটের ব্যবধানে স্বতন্ত্র প্রার্থী মো. মনির হোসেন ভূইয়া বেসরকারীভাবে বিজয়ী হয়েছে।
সোমবার(১৭ অক্টোবর) সকাল ৯ টা অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে জেলার ৬ উপজেলায় ৬টি ভোট কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ শুরু হয়ে তা একটানা চলে দুপুরে দুইটা পর্যন্ত। কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু ও সুন্দর ভাবে জেলা পরিষদের এই নির্বাচন সম্পন্ন হয়েছে।
নির্বাচনে চেয়ারম্যান পদে ক্ষমতাসীন আ’লীগ মনোনীত প্রার্থী আব্দুল মতিন ভূঁইয়াকে ২৭২ ভোটের ব্যবধানে পরাজিত করে স্বতন্ত্র প্রার্থী মনির হোসেন ভূঁইয়া বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
নির্বাচনের চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন তার মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগ দলীয় প্রার্থী কাপ পিরিচ প্রতিক নিয়ে আব্দুল মতিন ভূঁইয়া, স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামী লীগ বিদ্রোহী আনারস প্রতিকে মো. মনির হোসেন ভূঁইয়া ও অপর স্বতন্ত্র প্রার্থী মোটরসাইকেল প্রতীকের সৈয়দ মাহমুদ জাহান লিটু।
ভোটগ্রহণ শেষে ৬ কেন্দ্রের ফলাফলে আনারস প্রতিক নিয়ে স্বতন্ত্র প্রার্থী মো. মনির হোসেন ভূঁইয়া ৬২২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে আওয়ামী লীগ দলীয় মনোনীত প্রার্থী কাপ পিরিচ প্রতিকের আব্দুল মতিন ভূঁইয়া পান ৩৫০ ভোট। অপর প্রার্থী মটরসাইকেল প্রতিকের সৈয়দ মাহমুদ জাহান লিটু পেয়েছে ২১ ভোট।
নরসিংদী জেলা পরিষদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল এক হাজার ৩ জন। ৬টি উপজেলায় ৬টি ভোট কেন্দ্রে মোট ১৩টি বুথ কক্ষ স্থাপন করে ভোট গ্রহণ করা হয়। ৬টি ভোট কেন্দ্রে প্রাপ্ত ভোটের সংখ্যা ৯৯৪টি। এর মধ্যে একটি ভোট বাতিল বলে গণ্য হয়।
প্রতিটি ভোট কেন্দ্র এলাকায় নির্বাচন কমিশনের পক্ষ থেকে সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নিরাপত্তার বিষয়ে মনিটরিং করা হয়। তাছাড়া ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে জেলা প্রশাসন, বিজিবি, র্যাব, পুলিশ, আনসার, মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স মোতায়েন ছিল চোখে পড়ার মতো। এতো সুন্দর, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ায় নির্বাচনে অংশ নেওয়া চেয়ারম্যান ও সদস্য প্রার্থী সহ তাদের কর্মী সমর্থকরা নির্বাচন কমিশনের ভূয়সী প্রশংসা করেন।