শহর জুড়ে ছেয়ে গেছে পোস্টার, ব্যানার ও ফেস্টুনে
মো. শাহাদাৎ হোসেন রাজু
নরসিংদী জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের এখনও তিন দিন বাকী। কেন্দ্রীয় নেতাদের নির্দেশে সম্মেলনের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করতে কাজ করছে জেলা আওয়ামী লীগ। ইতোমধ্যে পদ প্রত্যাশীদের ছবি সংম্বলিত পোস্টার, ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে পুরো নরসিংদী শহর।
দীর্ঘ সাড়ে ৭ বছর পর আগামী ১৭ সেপ্টেম্বর শহরের মোসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়াম মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনকে ঘিরে জেলার প্রবেশ মুখ ঢাকা-সিলেট মহাসড়কের আড়াইহাজার উপজেলার ছনপাড়া থেকে নরসিংদীর জেলখানা মোড় পর্যন্ত প্রায় দেড় শতাধিক তোরণ নির্মান করা হয়েছে। এছাড়া সড়কের দুই পাশে শোভা পাচ্ছে বিভিন্ন নেতাদের ছবি সংম্বলিত বিলবোর্ড। নরসিংদী শহর ছেয়ে গেছে নেতাদের পোস্টার, ব্যানার ও ফেস্টুনে । বিভিন্ন নেতাকর্মীর শুভেচ্ছা সংম্বলিত তোরণে পরিণত হয়েছে নরসিংদী শহর। নরসিংদী শহরতলীর সাহেপ্রতাপ মোড় থেকে সার্কিট হাউজ পর্যন্ত তিন কিলোমিটার সড়কজুড়ে নির্মাণ করা হয়েছে অর্ধশতাধিক তোরণ। সম্মেলনস্থলসহ শহরের অলিগলি আনাচে-কানাচে ঢেকে গেছে বিশালাকারের ব্যানার-ফেস্টুন-পোস্টারে।
ব্যাপক আয়োজনে জেলাজুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ, ফিরেছে প্রাণচাঞ্চল্য। সামাজিক যোগাযোগ মাধ্যমেও সরব আছেন দলীয় নেতাকর্মীরা।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত
থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি এবং উদ্বোধন করবেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলী সদস্য, কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক এমপি। সেই সাথে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি।
সম্মেলনে সভাপতিত্ব করবেন নরসিংদী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিএম তালেব হোসেন । বিশেষ অতিথি থাকবেন সভাপতিমন্ডলী সদস্য লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান এমপি, সভাপতিমন্ডলী সদস্য এড. কামরুল ইসলাম এমপি, সাবেক মন্ত্রী রাজি উদ্দিন আহম্মেদ রাজু এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক, শিক্ষামন্ত্রী দীপু মনি, শিল্পমন্ত্রী এড. নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি, আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এড. নজিবুল্লাহ হিরু ও দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াসহ কেন্দ্রীয় বেশ কয়েক নেতা উপস্থিত থাকবেন বলে জেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে।
জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জুলহাস মিয়া জানান, এরই মধ্যে সম্মেলন ঘিরে প্রস্তুতি শেষ হয়েছে। প্যান্ডেল ও মঞ্চ তৈরির কাজ চলছে।
এদিকে আওয়ামী লীগের সম্মেলনকে ঘিরে সরগরম হয়ে উঠেছে জেলার রাজনৈতিক মাঠ। নতুন কমিটির নেতৃত্বে কারা আসছেন, তা নিয়ে নেতাকর্মীসহ জেলাবাসীর মধ্যে চলছে আলোচনা। পদ পেতে গ্রুপিং, লবিং ও দৌড়ঝাঁপ করছে পদপ্রত্যাশীরা।
সভাপতি পদের দৌড়ে আছে একাধিক নাম। তারা হলেন নরসিংদী-১ (সদর) আসনের বর্তমান সংসদ সদস্য ও সাবেক সভাপতি নজরুল ইসলাম হিরু (বীরপ্রতীক), নরসিংদী-২ (পলাশ) আসনের সাবেক সংসদ সদস্য বিশিষ্ট ব্যবসায়ী কামরুল আশরাফ খান পোটন, নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য জহিরুল হক ভূঁইয়া মোহন, জেলা আওয়ামী লীগের বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি জিএম তালেব হোসেন।
সাধারণ সম্পাদক পদে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ, জেলা যুবলীগের সাবেক সভাপতি একরামুল ইসলাম ভূঁইয়া, বাংলাদেশ কৃষক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম ভূঁইয়া, কেন্দ্রীয় তাঁতীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোন্তাজ উদ্দীন ভূঁইয়া, সাবেক পৌর মেয়র ও বর্তমান শহর আওয়ামী লীগের সভাপতি কামরুজ্জামান কামরুল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আফতাব উদ্দিন ভূঁইয়া, নরসিংদী শহর যুবলীগের সাবেক সভাপতি আশরাফ হোসেন সরকার, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিজয় কৃষ্ণ গোম্বামী, সাবেক যুবলীগ নেতা আসাদুজ্জামান খোকা।
এদিকে জেলা আওয়ামীলীগের এই সম্মেলনকে সামনে রেখে উপজেলা ও থানা পর্যায়ে ইতোমধ্যে বর্ধিত সভা ও কর্মী সমাবেশ সম্পন্ন করেছে ক্ষমতাশীন দলটি। সম্মেলনকে সামনে রেখে গত সোমবার অনুষ্ঠিত হয়ে গেলো জেলা আ’লীগের বর্ধিত সভা। ওই সভা একমাত্র এড. রিয়াজুল কবির কাউসার ছাড়া কেন্দ্রীয় অন্যকোননেতা উপস্থিত থাকতে দেখা যায়নি।
নতুন কমিটির মধ্য দিয়ে নরসিংদীর রাজনীতি সুসংগঠিত হবে এমন প্রত্যাশা জানিয়েছেন দলীয় অনেক নেতাকর্মী। স্থানীয় নেতারা বলেন, ‘নরসিংদী রাজনীতিতে অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নরসিংদীতে যে শুদ্ধি অভিযান করেছেন তাতে ভবিষ্যতে গতিশীল নেতৃত্ব আসবে বলে স্থানীয় ওই নেতারা মনে করছেন।
জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিএম তালেব হোসেন বলেন, কেন্দ্রের নির্দেশ মোতাবেক আমরা সম্মেলনের সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করেছি। আশা করছি সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে এ সম্মেলন সম্পন্ন হবে।
উল্লেখ্য সর্বশেষ ২০১৫ সালের ১৪ জানুয়ারি নরসিংদী জেলা আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই সম্মেলনে লে. কর্ণেল (অব:) নজরুল ইসলাম হিরু সভাপতি ও আব্দুল মতিন ভূঁইয়াকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১০১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি ঘোষণা দেয় কেন্দ্রীয় নেতৃবৃন্দ। পরবর্তীতে সভাপতি ও সাধারণ সম্পাদকের দ্বন্দ্বে দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে জেলা আওয়ামী লীগ। পৃথকভাবে পালন করা হয় বিভিন্ন কর্মসূচী। এরই জেরে ২০২০ সালের নভেম্বরে নজরুল ইসলাম হিরু ও আব্দুল মতিন ভূঁইয়াকে সভাপতি সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি দেয় কেন্দ্রীয় আওয়ামীলীগ। একই সাথে সহসভাপতি জিএম তালেব হোসেনকে ভারপ্রাপ্ত সভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদক পীরজাদা মোহাম্মদ আলীকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়।