নরসিংদী প্রতিনিধি
আইন পেশায় ও সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় শেরে-বাংলা স্মৃতি পদকে ভূষিত হয়েছেন নরসিংদী আইনজীবি সমিতির সভাপতি এ্যাড. কাজী নাজমুল ইসলাম। শুক্রবার (১০ মে) শেরে বাংলা এ কে ফজলুল হকের ৬২ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, শিশু-কিশোরদের চিত্রাঙ্ক প্রতিযোগিতা ও সমাজের বিভিন্ন পর্যায়ে বিশেষ অবদান রাখায় বিশিষ্ট জনদের শেরে-বাংলা স্মৃতি পদক-২০২৪ সম্মাননা প্রদান করা হয়। এসময় নরসিংদী আইনজীবি সমিতির সভাপতি এ্যাড. কাজী নাজমুল ইসলামকে আইন পেশায় ও সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য এ সম্মাননা পদক প্রদান করা হয়।
শেরে-বাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদের উদ্যোগে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপীল বিভাগের বিচারপতি, বিচারপতি মো. ছিদ্দিকুর রহমান মিয়া।
শেরে বাংলা’র দৌহিত্র ও সংগঠনের প্রধান উপদেষ্টা সৈয়দ মার্শুব মোর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সেনাপ্রধান লে. জে. (অব.) এম হারুন অর রশিদ বীর প্রতীক।
শেরে বাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদের সিনিয়র ভাইস চেয়ারম্যান মঞ্জুর হোসেন ঈসার সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন গ্লোবাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. আনিসুজ্জামান, বাংলাদেশ আই হসপিটালের বিভাগীয় প্রধান মেজর জেনারেল কামরুল হাসান খান (অব.) প্রমূখ।
আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিরা শেরে বাংলা স্মৃতি পদক ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরুস্কার বিতরণ করে।
আইন পেশায় ও সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় নরসিংদী জেলার আইনজীবিদের নেতা কাজী নাজমুল ইসলামের হাতে সম্মাননা পদক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিচারপতি মো. ছিদ্দিকুর রহমান মিয়া।