নিজস্ব প্রতিবেদকঃ
বিস্ফোরক দ্রব্য দিয়ে নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে রাষ্ট্রকে অস্থিতিশীল করার পরিকল্পনার অভিযোগে জামায়াতে ইসলামীর ৬ নেতাকর্মীদের গ্রেফতার করেছে নরসিংদী জেলা গোয়েন্দা(ডিবি) পুলিশ।
রবিবার (৩০জুলাই) বিকাল সাড়ে চারটায় নরসিংদীর শিবপুর উপজেলার পুটিয়া বাজার হতে তাদের গ্রেফতার করে জেলা গোয়েন্দা শাখা।
গ্রেপ্তারকৃতরা হলো, নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সদস্য মো. জয়নাল আবেদীন (৬২), মো. আব্দুল মান্নান (৬৩), কাজী নূর মোহাম্মদ (৪৪), মো. জসীম উদ্দিন ভূঁইয়া (৫২), মো. ফেরদৌস আহমেদ (৪২) ও মো. নাজির উদ্দিন ভূঁইয়া (৪৮)।
রবিবার রাত ৮ টা ৫৫ মিনিটে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সামসুল আরেফিন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয় নাশকতার চেষ্টার সময় তাদেরকে বেশ কিছু বিস্ফোরক দ্রব্য ককটেল সহ গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা প্রত্যেকেই বাংলাদেশ জামায়াতে ইসলামী এর সক্রিয় সদস্য । গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শিবপুর মডেল থানায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে ও বিজ্ঞপ্তিতে জানানো হয়।