নরসিংদী প্রতিনিধি: নরসিংদী মাধবধীতে পূর্ব শত্রুতার জের ধরে দেশিয় অস্ত্র দিয়ে হামলা চালিয়ে চারজনকে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। গতকাল রাতে মাধবদীর ড্রিম হলিডে পার্কের ১ নাম্বার পার্কিংয়ে এই ঘটনা ঘটে।
আহতরা হলেন, মো:ফরহাদ হোসেন (৩০), তার ছোট ভাই ফয়সাল (২৪), ফুয়াদ(২০) শান্ত মিয়া (১৭)। সবাই গুরুত্ব আহত অবস্থায় নরসিংদী সদর হসাপাতালে চিকিৎসা নেয়। এঘটনায় ভোক্তভোগী মো: ফরহাদ নিজে বাদী হয়ে থানায় রোমান মিয়া (২৬), রানা মিয়া(২৪), হুমায়ুন (২৮) মেহেদী(২৫) নামে অভিযোগ দায়ের কয়েছে।
ভুক্তভোগী ফরহাদ বলেন, পূর্ব শত্রুতার জের ধরে গতকাল রাতে হঠাৎ করেই রোমান, রানার নেতৃত্বে ৭ থেকে ৯ জনের একটি দল আমার উপর হামলা চালায়। তাদের হাতে দেশীয় অস্ত্র, চাপাতি, লোহার রড সহ অন্যান্য জিনিসপত্র ছিল। আমি কোন কিছু বুঝে উঠার আগেই আমাকে মেরে তার রক্তাক্ত করে। এটা দেখে আমার ভাই প্রতিহত করতে আসলে আমার ভাইসহ আরো দুইজন কে মেরে তারা রক্তাক্ত করে। যারা আমাদের উপর হামলা চালিয়েছে তারা এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তাদের অত্যাচারে এলাকার মানুষ শান্তিতে থাকতে পারে না। এঘটনায় আমি নিজে বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছি।
এ ঘটনায় মাধবদী ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ ইউসুফ বলেন, বিষয়টি সম্পর্কে আমরা জানতে পেরেছি। তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।