নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর পলাশে ভেকুর চাপায় প্রাণ হারিয়েছে বাচ্চু ফকির (৫৮) নামে এক শ্রমিক। বুধবার ( ২৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ডাঙ্গা বাজারের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাচ্চু ফকির ডাঙ্গা ইউনিয়নের হাসানহাটা গ্রামের মৃত সমির উদ্দিনের ছেলে। এ ঘটনায় উপস্থিত জনতা অভিযুক্ত ভেকুর চালককে আটক করে পুলিশে দিয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ি থেকে ডাঙ্গা বাজারে শ্রমিকের কাজ করতে বের হন বাচ্চু ফকির। বেলা সাড়ে ১১টার দিকে বাজারের সামনের সড়ক পার হওয়ার সময় মাটিকাটার একটি ভেকু তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় বাজারের লোকজন ভেকুর চালককে আটক করে পুলিশে সোপর্দ করেন।
ডাঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এএসআই) খাইরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানোর হয়েছে। ভেকুর চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনী ব্যবস্থা নেওয়া হবে।