হৃদয় এস সরকার,নরসিংদী: নরসিংদীতে সনাতনী গ্রন্থাগার উদ্বোধন ও গীতাপাঠ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পলাশ উপজেলা রাবান কাটাবের শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরে পলাশ গীতাশিক্ষা কার্যক্রমের উদ্যোগে এই আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ গীতাশিক্ষা কার্যক্রম প্রতিষ্ঠাতা সভাপতি শিশির চৌধুরী, সাধারণ সম্পাদক স্বপন মজুমদার,যুগ্ম সাধারণ সম্পাদক,অমর চন্দ্র দাস,সহ যুগ্ম সাধারণ সম্পাদকউত্তম ভৌমিক , সাংগঠনিক সম্পাদক মৃণাল রায়, সহ প্রচার সম্পাদক সজীব রায়, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদকভাপন মিত্র, সহ দপ্তর সম্পাদক সজীব ভৌমিক প্রচার সম্পাদক অপু সেন প্রমূখ্য।
গীতাপাঠ প্রতিযোগীতায় বিভিন্ন স্কুল থেকে ৭০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এতে দেবালয় রমাই ঠাকুরের আশ্রম গীতাস্কুলসহ ১০ থেকে ১২ টি গীতাস্কুলের শিক্ষার্থীরা অংশ নেয়। পরবর্তীতে বিজয়ীদের হাতে পুরষ্কার হিসেবে গীতা তুলে দেয়া হয়।