নিজস্ব প্রতিবেদক
নরসিংদী থেকে প্রকাশিত পাক্ষিক নরসিংদীর খাসখবর পত্রিকা ও অনলাইন পোর্টালের সহকারী সম্পাদক জুবায়ের আহমেদ জনির মাতা মনিয়া বেগমের মৃত্যূ হয়েছে। রবিবার সকালে নরসিংদী জেলা শহরের বানিয়াছলস্থ নিজ বাস ভবনে মস্তিস্কে রক্তক্ষরণ জনিত কারণে তিনি মৃত্যূবরণ করেন।
মৃত্যূকালে মরহুমার বয়স হয়েছিল ৬০ বছর। তিনি এক ছেলে আত্মীয় -স্বজনসহ অনেক গুনগাহী রেখে গেছেন।
রবিবার বাদ আছর বানিয়াছল বিলপাড় ঈদগাঁ প্রাঙ্গনে জানাজা শেষে গাবতলী কবরস্থানে মরহুমাকে চির নিদ্রায় শায়িত করা হয়।
মরহুমার মৃত্যুতে খাসখবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং সম্পাদক মন্ডলীর সদস্যসহ খাস খবর পরিবারের সদস্যরা গভীর শোক প্রকাশ করেন সেই সাথে শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।