হৃদয় এস সরকার,নরসিংদী: নরসিংদীতে IELTS শিক্ষা Macron worldwide ব্রাঞ্চের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে শহরের হেমন্দ্রসাহার মোড়ে এ ব্রাঞ্চটির উদ্বোধন করেন নরসিংদী শহর আওয়ামীলীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র মো: কামরুলজ্জামান কামরুল।
এসময় উপস্থিত ছিলেন, নরসিংদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাখন দাস,শহর আওয়ামী লীগের সহ-সভাপতি শ্যামল সাহা, আওয়ামী লীগ নেতা জাকির হোসেন বকুল, রফিকুল ইসলাম সহ আরো অনেকে।
অনুষ্ঠানে শহর আওয়ামীলীগের সভাপতি মো: কামরুলজ্জামান কামরুল বলেন, নরসিংদীতে এই প্রথম IELTS শিক্ষা macron worldwide ব্রাঞ্চের যাত্রা শুরু হয়েছে। প্রতিষ্ঠান থেকে সাধারণ ছাত্র-ছাত্রীরা মানসম্মত্ব শিক্ষা নিয়ে সারা পৃথিবীতে নরসিংদী ভাবমূর্তি উজ্জল করবে এটাই আশা রাখি।
তারা স্ব-স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত হতে হবে। প্রতিষ্ঠানটির কর্ণধারের উদ্দেশ্য করে বলেন আপনাদের প্রথমে লাভের কথা চিন্তা না করে ছাত্র – ছাত্রীদের শিক্ষার মানবৃদ্ধি করতে হবে। যাতে অভিভাবকদের আপনাদের প্রতি আস্থা হয়। আপনাদের সুনাম সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ুক।