নিজস্ব প্রতিবেদক
নরসিংদী লেডিস ক্লাব উদ্যোগে জেলার দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তি -২০২২ প্রদান করা হয়েছে। সোমবার (৭ নভেম্বর) নরসিংদী সার্কিট হাউজের সম্মেলন কক্ষে বিএফ শাহীন কলেজের অধ্যক্ষ মিসেস আখতারুন নেসা ‘র অর্থায়নে এই মেধাবৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে জেলা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ৬ জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে এ মেধাবৃত্তি প্রদান করা হয়।
মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদী লেডিস ক্লাবের সভাপতি, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান’র সহধর্মিণী রিফাত আখতার। তিনি দরিদ্র শিক্ষার্থীদের হাতে মেধাবৃত্তি তুলে দেন।
সিনিয়র সহকারী কমিশনার রিনাত ফৌজিয়ার সঞ্চালনায় মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে নরসিংদী লেডিস ক্লাবের সকল সদস্য উপস্থিত ছিলেন।
মেধাবৃত্তি প্রাপ্তরা হলেনঃ নরসিংদী ডিজিটাল গার্ল হাই স্কুলের ৮ম শ্রেণির শিক্ষার্থী সাদিয়া আফিন সুইটি, শিবপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী রওনক জাহান ইকরা, পলাশতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী মুসলেমা আক্তার, রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী সুমাইয়া আক্তার, পলাশ থানা সদর উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী উর্মি দেবনাথ ও সমবায় আদর্শ বিদ্যাপীঠ পলাশের ১০ম শ্রেণির ছাত্রী নাসিমা আক্তার ময়না। তাদের প্রত্যেকে ৫ হাজার টাকার প্রাইজ বন্ড, সনদ ও ক্র্যাস্ট প্রদান করা হয়।
সভাপতির বক্তব্যে রিফাত আখতার বলেন, নারী ক্ষমতায়নে এবং উন্নয়নে লেডিস ক্লাব গঠন করা হয়। গত ১ বছরে আমরা সে উদ্দেশ্যে নিয়ে অনেক কাজ করে গেছি। শিক্ষার্থীদের কল্যাণে মেধাবৃত্তি কার্যক্রম অব্যাহত থাকবে।