মনিরুজ্জামান, নরসিংদী
নরসিংদীর মাধবদীতে “বথুয়াদী সমাজ কল্যাণ সংস্থার” উদ্যোগে এলাকার অসহায়, অসচ্ছল পরিবারের সদস্যদের শীতের উষ্ণতা দিতে শীতবস্ত্র হিসেবে ২ শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে।
শনিবার (১৪ জানুয়ারি) সকাল ১১ টার দিকে নরসিংদী সদর উপজেলার মাধবদী থানাধীন ‘বথুয়াদী বাজারস্থ বথুয়াদী সমাজ কল্যাণ সংস্থা’ কার্যালয়ের সামনে শীতবস্ত্র হিসেবে এ কম্বল বিতরণ করা হয়।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্যদিয়ে এ কার্যক্রমের শুভ সূচনা করা হয়।
বথুয়াদী সমাজ কল্যাণ সংস্থাল প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন’র সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মো. ইসরাফিল, জাকির হোসেন, দীন ইসলাম, স্বপন মিয়া, আরাফাত, সোলায়মান, মনির হোসেন, ইকবাল, মোরশেদ আলম, আয়েব আলি, সাইদুর রহমান মেম্বার, আব্দুল বাসেদ, আব্দুল মতিন প্রধান, সরোয়ারদী, জামাল উদ্দিন, কামাল হোসেন মেম্বার, খলিল, খোকন, দুলাল, মুকিব ও জসিমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মো. রিপন ও অহীদুল্লাহ’র যৌথ সঞ্চালনায় সভাপতির বক্তব্যে আনোয়ার হোসেন বলেন, রাস্তাঘাট, ব্রীজ ও কালভার্ট নির্মাণ সহ যোগাযোগ ব্যাবস্থার উন্নয়ন, অবহেলিত জনগোষ্ঠীকে শিক্ষার আলোয় উদ্ভাসিত করা এবং সামাজিক সুবিচার নিশ্চিত করা এই তিনটি মূলনীতির উপর ভিত্তি করে আমরা বথুয়াদী সমাজ কল্যাণ সংস্থা প্রতিষ্ঠা করি। আমাদের সংগঠনের শুরু থেকে এখন পর্যন্ত বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ, ধর্মীয় উৎসব ও সংকটময় মুহূর্তে আমরা আমাদের সংগঠনের উদ্যোগে এলাকার অসহায় ও দরিদ্র মানুষকে সহায়তা করে আসছি। ঈদে নগদ অর্থ, ঈদ সামগ্রী, শীতের সময় শীতবস্ত্র, করোনা মহামারী কালে খাদ্য সামগ্রী, মাস্ক, সেনিটাইজারসহ বিভিন্ন স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেছি।
বথুয়াদী, গাজির গাঁও, দড়ি গাজির গাঁও ও কালী ভৈরবপুর এলাকার প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাসহ সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, বিগত কয়েক বছরের চেয়ে এবার অনেক বেশি শীত পড়েছে। শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় অর্থাভাবে শীতবস্ত্র কিনতে না পেরে এলাকার দরিদ্র জনগোষ্ঠী বেশ বেকায়দায় পড়েছে। তাই তাদের কথা বিবেচনা করেই তাদের মধ্যে শীতের উষ্ণতা ছড়িয়ে দিতে আমাদের আজকের আয়োজন।
তিনি আরো বলেন, একঝাঁক তরুণ, উদ্যমী ও মানবিক রেমিট্যান্স যোদ্ধাসহ এলাকার যুবসমাজ ও ধনাঢ্য ব্যাক্তিদের সহায়তায় আমরা দীর্ঘদিন ধরে সমাজের অবহেলিত ও খেটে খাওয়া মানুষের সেবা দিয়ে আসছি। ভবিষ্যতে ও সংগঠনের এসকল কাজ অব্যাহত রাখতে এলাকার সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে এলাকার ২ শতাধিক পরিবারের অসহায় অসচ্ছল সদস্যদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।
পরে সংস্থার প্রবাসী ও স্থানীয় দাতা সদস্যসহ সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়।