নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর শহরের ভাগদীর বেলদী ঈদগাহ এলাকায় সিদ্দিক মিয়া বাড়ি থেকে ১৩ লক্ষ টাকা চুরির হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত মোমেন মিয়া (৩২) প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে স্থানীয় প্রভাবশালীদের আশ্রয় প্রশ্রয়ে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় থানায় অভিযোগ, কোর্টে মামলা করেছে ভুক্তভোগী সিদ্দিক মিয়া। বর্তমানে বিষয়টি তদন্ত করছে সিআইডি।
ভুক্তভোগী সিদ্দিক মিয়া বলেন, আমার ছেলে একজন প্রবাসী রেমিটেন্স যোদ্ধা। মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে অর্থ উপার্জন করে ছেলে। সেই টাকাগুলি চুরি করে নিয়ে গিয়েছে মোমেন মিয়া। এ ঘটনায় আমরা তাকে কিছুই বলতে পারছি না, কারণ তার টাকার ভাগ পেয়েছে স্থানীয় কিছু প্রভাবশালী লোক। তাদের সহযোগিতায় মোমেন ১৩ লক্ষ টাকা চুরি করেও প্রকাশ্য দিবালোকে ঘুরে বেড়াচ্ছে। আমার পাশের বাসায় থাকে মোমেন। সে সুবাদে আমরা সরল মনে তাকে বাসায় এনে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করতাম। সে বাসার কিছু কাজ করে দিতো। সেই সুবাদে আমার বাসায় কোথায় কি আছে! বা টাকা কোথায় রাখা থাকে সে এসব জানতো। এই জানার কারণেই, কিছুদিন আগে জরুরি একটা কাজে আমরা সবাই বাসার বাইরে যাই। পরে সেই সুযোগে মোমেন লুকিয়ে বাসায় ঢুকে বাসা। পরে বাসা থেকে আমার ছেলের পাঠানো দেশের বাহিরের কষ্টের ১৩ লাখ টাকা চুরি করে নিয়ে যায়। এরপর আমরা তাকে জিজ্ঞেস করলে সে স্বীকার করে। কিন্তু পরক্ষণে স্থানীয় কিছু প্রভাবশালী লোকদের পরামর্শে সে আর মুখ খোলে না। সে প্রভাবশালীদের সেই চুরি টাকার ভাগ দিয়েছে। আমি সর্বস্বান্ত হয়ে গিয়েছি। আমার টাকাগুলি নিয়ে গিয়েছে। এই ঘটনায় আমি নিজে নরসিংদী মডেল থানায় অভিযোগ করেছি। কোর্টে মামলা করেছি। আমি আমার টাকা ফেরত চাই।
চুরির ঘটনায় স্থানীয়রা বলেন, হঠাৎ করেই মোমেনের চলাফেরায় পরিবর্তন এসেছে। মোমেন অত্যন্ত গরীব একজন ছেলে। সে এখন হঠাৎ করেই বাসায় ভালো খাবার, দামি পোশাকসহ বড়লোকি হালে জীবন যাপন করছে। এ থেকেই অনেক কিছু বুঝা যায়, তার মতো দরিদ্র একটা মানুষ এত টাকা পেলো কিভাবে।
এ ঘটনায় তদন্ত এসে সিআইডি ইন্সপেক্টর অসখ কুমার বলেন, বিষয়টি নিয়ে আমরা তদন্তে নেমেছি। আশা করি খুব দ্রুতই অপরাধী কে সনাক্ত করতে পারবো।