নরসিংদী প্রতিনিধি
সারাদেশে প্রশাসনের নির্লিপ্ততায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে নরসিংদীতে বিক্ষোভ মিছিল করেছেন জেলা স্বেচ্ছাসেবক দল।
মঙ্গলবার (১৫ জুলাই) বিকেল সাড়ে ৪টায় চিনিশপুরস্থ জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।
সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির হোসেন (ভিপি নাসির) এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষযক সম্পাদক এম আর গনি মোস্তফা।
এসময় উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি শাহাদাৎ হোসেন মামুন, সাংগঠনিক সম্পাদক আবুল ফজল, যুগ্ম সম্পাদক ফারুক আহমেদ, সহ-সাধারণ সম্পাদক মাহবুব ইসলাম, আলমগীর কবির ও জেলা ও থানা ইউনিট কমিটির সভাপতি সাধারণ সম্পাদকসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ‘‘আওয়ামী লীগ সরকার পতন করতে বিএনপির প্রতিটি নেতা-কর্মী বিগত দিনে রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করেছে। মামলা-হামলা, গুম-খুনের শিকার হয়েছে। অথচ ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পতনের পরে বিএনপির বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে একটি মহল। আমরা এ ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দিব রাজপথে থেকে।”
এর আগে দুপুরের পর থেকে জেলার থানা বিভিন্ন স্থান থেকে খন্ড খন্ড মিছিল জেলা বিএনপির কার্যালয়ে আসে থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতারা।


