নরসিংদী প্রতিনিধি
নরসিংদীতে সামাজিক সংগঠন “আলোকিত নরসিংদী”র উদ্যোগে সুবিধা বঞ্চিত পথশিশুদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে। শনিবার (৫ নভেম্বর) দুপুরে নরসিংদী উদয়ন কলেজ অডিটোরিয়ামে সুবিধা বঞ্চিত পথশিশুদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয় । পথশিশুদের স্কুলে যাওয়ার প্রতি আগ্রহ বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচী পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন লেখক গভেষক বীর মুক্তিযোদ্ধা প্রফেসর কালাম মাহমুদ উদয়ন কলেজের অধ্যক্ষ ওমর ফারুক, আলোকিত নরসিংদীর প্রতিষ্ঠাতা সভাপতি আবদুল্লাহ আল মামুন রাসেল সহ সংগঠনের সদস্যবৃন্দ।
প্রফেসর কালাম মাহমুদ বলেন, “শিশুদের মাঝে স্কুল ব্যাগ বিতরণের মাধ্যমে তাদের পড়াশোনার প্রতি উৎসাহ বৃদ্ধি পাবে।”
“আলোকিত নরসিংদী”র সভাপতি আবদুল্লাহ আল মামুন রাসেল বলেন, সুবিধা বঞ্চিত পথশিশুদের নিয়ে আমরা দীর্ঘদিন যাবৎ কাজ করছি, স্কুল বিতরণ করার মূল লক্ষ্য হচ্ছে তাদের স্কুলমূখী করা, পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ানো। আশা করছি লক্ষ্য ও উদ্দেশ্য সফল হবে। ভবিষ্যতেও আমাদের এই কর্মসূচীর ধারাবাহিকতা অবহ্যত থাকবে।