নিজস্ব প্রতিবেদক
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী বর্ণাঢ্য ও যথাযথ মর্যাদার সাথে উদযাপন উপলক্ষে দেশব্যাপী মহিলা বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়েছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে দেশব্যাপী মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সারাদেশের মোট ৬৫৪ জন মহিলা বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আকম মোজাম্মেল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিমন্ত্রী ফজিলাতুননেছা ইন্দিরা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. মো: আনোয়ার হোসেন হাওলাদার।
ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে সম্মাননা প্রদান অনুষ্ঠানের সাথে ভার্চ্যুয়ালি যুক্ত থেকে নরসিংদীতে ১৬ জন মহিলা মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকালে নরসিংদী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সম্মাননা প্রদান অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে মহিলা মুক্তিযোদ্ধাদের সম্মাননা ক্রেস্ট প্রদান করেন নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নরসিংদীর সিভিল সার্জন ডা. মো: নুরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মোস্তফা মনোয়ার, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান, ৭১-এর সেক্টর কমান্ডার ফোরামের জেলার সভাপতি আব্দুল মোতালিব পাঠান, নরসিংদী জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা আক্তার, নরসিংদী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো: হুমায়ূন কবির শাহ্সহ সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।
সম্মাননা প্রাপ্তরা হলেন- নরসিংদী সদর উপজেলার কাঠালিয়া গ্রামের মৃত আব্দুল হামিদ ভূঁইয়ার মেয়ে মোসা: সামসুন নাহার বেগম (বেসরকারী গেজেট[২৮৬৩]), আলগী গ্রামের হাজী আব্দুর রহমান গাজীর মেয়ে শরিফুন নেছা হাকিম (বেসরকারী গেজেট[২৭১]), মনোহরপুর গ্রামের আ: খালেক ভূঁইয়ার মেয়ে দিলরুবা বেগম (বেসরকারী গেজেট[২৯৪৫]), বাগহাটা গ্রামের আবু সিদ্দিক ভূঁইয়ার মেয়ে রওশন আরা বেগম (বেসরকারী গেজেট[২৮৫৯]), রাজারদী গ্রামের শৈলেন্দ্রচন্দ্র দাসের মেয়ে প্রীতিকনা দাস (বেসরকারী গেজেট[২৮৪৩] লাল মুক্তিবার্তা [০১০৫০১০৭৭৩])।
পলাশ উপজেলার শান্তানপাড়া গ্রামের তনজু মিয়ার মেয়ে রেজিয়া বেগম (বীরঙ্গনা গেজেট[২৩৫]), জিনারদী গ্রামের বিজয় ভূষণ চ্যাটার্জীর মেয়ে মনিকা বাগচী (ন্যাপ কমিউনিস্ট পার্টিছাত্র ইউনিয়ন, বিশেষ গেরিলা বাহিনী গেজেট[১১৩]), পারুলিয়া গ্রামের গাজী নূরুল হকের মেয়ে নসিবুন আহমেদ ( লাল মুক্তিবার্তা [১০৫০৬০৪৩৬]), বড়িবাড়ি গ্রামের জোগেন্দ্র দে’র মেয়ে বেদনা দত্ত (বীরঙ্গনা গেজেট[৪৪১])।
বেলাব উপজেলার দড়িকান্দি (মাস্টারবাড়ি) গ্রামের সিরাজুল হক ভূঁইয়ার মেয়ে কহিনূর বেগম (ন্যাপ কমিউনিস্ট পার্টিছাত্র ইউনিয়ন, বিশেষ গেরিলা বাহিনী গেজেট[১১৯]), বেলাব গ্রামের আবদুল হাই’র মেয়ে হাসনা হেনা (বেসরকারী গেজেট[৩০৮]), ভাটেরচর গ্রামের আম্বর আলীর মেয়ে আয়েশা হক (ন্যাপ কমিউনিস্ট পার্টিছাত্র ইউনিয়ন, বিশেষ গেরিলা বাহিনী গেজেট [৩৫২৮])।
রায়পুরা উপজেলার নবুয়ারচর গ্রামের মৃত আ: আজিজের মেয়ে হাজেরা খাতুন (বীরঙ্গনা গেজেট[৩১৫]), মনোহরাবাদ গ্রামের মৃত জজ মিয়ার মেয়ে হাছিনা আক্তার খাতুন (গেরিলা বাহিনী গেজেট [৯]), আদিয়াবাদ পিপিনগর গ্রামের মৃত আ: আজিজের মেয়ে খোদেজা খাতুন (লাল মুক্তিবার্তা [০১০৫০৪০৯৯৫])
শিবপুর উপজেলার নৌকাঘাটা গ্রামের মহেশ চন্দ্র রায়ের মেয়ে অজ্ঞলী দে (লাল মুক্তিবার্তা [১০৫০২০৭৬০])।
জেলার মহিলা বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট, উত্তরীয়, শাড়ী ও স্যুভেনিয়র প্রদান করা হয় । এ সময় স্বাধীনতার দীর্ঘ ৫০ বছর সংবর্ধিত হয়ে সম্মাননা প্রাপ্তরা মহিলা বিষয়ক মন্ত্রনালয়ের প্রতি কৃজ্ঞতা জ্ঞাপন করে তাদের অনুভূতি প্রকাশ করবেন।