নরসিংদী প্রতিনিধি: নরসিংদী শহর পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলনে পদ নিয়ে পদপ্রত্যাশীদের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ শনিবার দুপুরে শহরের পশ্চিম কান্দাপাড়ার দেবাঙ্গ আশ্রমে এ ঘটনা ঘটে। এ ঘটনার কিছু ভিডিও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
সম্মেলনে উপস্থিত পূজা উদযাপন পরিষদের একাধিক নেতাকর্মীরা বলেন, আজকে শহর পূজা উদযাপন পরিষদের যে সম্মেলনটির মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হলো এর মধ্যেই অনেক লুকোচুরি করা হয়েছে। পক্ষপাতিত্ব টানা হয়েছে।
যারা প্রকৃতপক্ষে কাজ করে গিয়েছে সংগঠনের জন্য তারা অবমূল্যায়িত হয়েছে। ধর্মটাকে এখন তাঁর রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য ব্যবহার করছে।
সম্মেলনের সভাপতি প্রার্থী রাজিব সাহা বলেন, আজকের সম্মেলনে এককভাবে নিজেদের লোক বাছাই করে সবকিছু করেছে। আমি একজন সভাপতি প্রার্থী কিন্তু আমাকে বাধ্য করেছে তাদের কাছে মাথানত করতে। আমি আমার কোনো লোকই আজকে সম্মেলনে আনতে পারিনি। তারা তাদের লুক দিয়ে প্রার্থিতা বাছাই থেকে শুরু করে সবকিছু করেছেন।