হৃদয় এস সরকার: নরসিংদীতে লোকমান হোসেন স্কুলে মাধ্যমিক সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ সকালে শহরের চৌয়ালা লোকমান হোসেন পৌর স্কুলে প্রাঙ্গনে এ অনুষ্টনের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা পরিষদ প্রশাসক আব্দুল মতিন ভূঁইয়া, নরসিংদী জেলা আওয়ামী লীগের সদস্য ও শহর আওয়ামী লীগের সভাপতি ও স্কুল নির্বাহী কমিটির সভাপতি মোঃ কামরুজ্জামান কামরুল,শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র ও স্কুল নির্বাহী কমিটির সদস্য আমজাদ হোসেন বাচ্চু, স্কুল কমিটির সদস্য হাবিবুর রহমান হাবিব ও মোঃ বিল্লাল হোসেনসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও অভিভাবক প্রমূখ।