নরসিংদীতে যাত্রীবাহী বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

নরসিংদীতে যাত্রীবাহী বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আমির হামজা (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় নারী ও শিশুসহ গুরুতর আহত হয়েছেন আরও ৪জন।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকালে নরসিংদী টু ঘোড়াশাল আঞ্চলিক সড়কের ভাটপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন, গাজীপুরের টঙ্গী এলাকার ঝর্ণা, তনুশ্রী, তাপসী এবং টাঙ্গাইলের কাজলা দাস। তারা সকলেই সিএনজি অটোরিকশার যাত্রী বলে জানা যায়।
এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার সকালে নরসিংদী সদরের পাঁচদোনা মোড় থেকে একটি সিএনজি ঘোড়াশালের উদ্দেশে ছেড়ে যায়। সিএনজিটি ভাটপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত থেকে আসা সিলেটগামী এনা পরিবহন নামে এক যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত ও চারজন আহত হয়েছেন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে চারজনকেই ঢাকায় পাঠান।
এব্যাপারে পাঁচদোনা পুলিশ ফাঁড়ি ইনচার্জ ইউসুফ আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার সকালে খবর পেয়ে পুলিশ সদস্যরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়।
আপনার মতামত লিখুন :