নরসিংদী প্রতিনিধি
নরসিংদীতে মৃত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনা করে শান্তি শৃঙ্খলা কমিটির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ মার্চ) বিকেলে শহরের সাটিরপাড়া এলাকার নবাববাড়ি মাদ্রাসা মাঠে শান্তি শৃঙ্খলা উন্নয়ন কমিটির উদ্যোগে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় শহরের ৬ নং ওয়ার্ডের নবাববাড়ি মহল্লার যেসকল এলাকাবাসী ইতিপূর্বে এ দুনিয়া ছেড়ে চলে গেছেন, যারা আজ মৃত তাদের আত্মার মাগফিরাত কামনা এবং শান্তি শৃঙ্খলা বজায় থাকেত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
নরসিংদী শহর ৬ নং ওয়ার্ড শান্তি শৃঙ্খলা উন্নয়ন কমিটির সভাপতি ও জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি শাহেন শাহ শানুর সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী বাজার বনিক সমিতির সভাপতি ও শহর বিএনপির সাবেক সভাপতি বাবুল সরকার।
শান্তি শৃঙ্খলা উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক ফররুখ আহমদের সঞ্চালনায় জেলা তাতীদলের সভাপতি হুমায়ুন কবির কামাল, জেলা যুবদলের সাবেক সদস্য সচিব এনামুল হক ইলিডন, শান্তি শৃঙ্খলা উন্নয়ন কমিটির সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী, ব্যবসায়ী কাউসার হোসেন ও নিজাম উদ্দিনসহ এলাকার নেতৃস্থানীয় লোকজনসহ সকল শ্রেণিপেশার মানুষ ।
ইফতার পূর্ব দোয়া করেন, নরসিংদী বড় বাজার জামে মসজিদের খতিব আলী আকবর হোসেন। এসময় ইফতার করেন এলাকার সকল শ্রেশি-পেশাসহ সর্বস্তরের লোকজন ।



