নরসিংদী প্রতিনিধি: নরসিংদী জেলা ট্যাংকলড়ী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাকির হোসেন মৃধার বিরুদ্ধে মিথ্যে ও বানোয়াট তথ্য প্রচার সহ মিথ্যে নিউজের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ সকালে শহরের পাঁচদোনা মোড়ে শ্রমিক ইউনিয়নের কার্যালয়ের সামনে এ বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। এ সময় কয়েক ঘন্টার জন্য ঢাকা সিলেট মহাসড়কের পাঁচদোনা মোড়ে গাড়ি চলাচল বন্ধ ছিলো।
এ সময় দলের শীর্ষস্থানীয় নেতারা বলেন, বর্তমানে শ্রমিকদের উন্নয়ন ও বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে কাজ করে যাচ্ছেন ইউনিয়নের সাধারণ সম্পাদক জাকির হোসেন মৃধা। কিন্ত স্বার্থন্বেষী মহল তাদের ফায়দা লোটার জন্য তার বিরুদ্ধে মিথ্যে কথা ছড়াচ্ছে ও সংবাদ প্রচার করছে। এই বিষয়গুলি সম্পূর্ণ ভুয়া ও ভিত্তিহীন। কোন প্রকার তথ্য প্রমান ছাড়া সংবাদ প্রচার করা হয়েছে। এতে করে শ্রমিক ইউনিয়নের অনেক বদনাম হয়েছে। এরকম চলতে থাকলে ইউনিয়নটি চালানো মুশকিল হয়ে যাবে। এর সাথে জড়িত রয়েছে সাবেক শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর।
এইসব কার্যক্রম ওনি করছেন। জাহাঙ্গীর একজন প্রতারক। সে বিভিন্নভাবে ইউনিয়নের লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছে। এই বিষয়গুলি জানার পর আমরা সবাই মিটিং ডেকে তাকে অব্যাহতি দেই। এরপর থেকেই সে বেপরোয়া ভাবে আমাদের পিছনে লেগেছে আমাদের পিছনে লেগেছে। মিথ্যে সংবাদের উপর ভিত্তি করে। এতে শ্রমিক ইউনিয়নের অবস্থান দিন দিন খারাপের দিকে যাচ্ছে। এই বিষয়টা সম্পূর্ণভাবে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আমরা মাঠে আন্দোলন চালিয়ে যাবো।পরবর্তীতে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন, শ্রমিক ইউনিয়ন পরিষদের কার্যকরী সভাপতি খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক মেজবাহ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক রোকন মিয়া, সহ-সভাপতি আলম মিয়া সহ নেতাকর্মীরা।