নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে ঐতিহ্যবাহি মমতা ডেন্টার পয়েন্টে এক দিন ব্যাপী বিনামূল্যে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ফিজিওথেরাপি সেবার উদ্বোধন করা হয়েছে। আজ সকালে শহরের দেশপ্রিয় রোডে মমতা ডেন্টার পয়েন্টের উদ্যোগে এ আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের সহকারী অধ্যাপক ডা: মো: ফেরদৌস আলম, রায়পুরা উপজেলা স্বাস্থ্য কম্পেক্সের মেডিকেল অফিসার ড: প্রীতম, মমতা ডেন্টার পয়েন্ট এন্ড ফিজিওথেরাপির দন্তরোগ বিশেষজ্ঞ সাজন ডা: জয়ন্ত দে, সমাজ সেবক ওহায়িদ উল্লাহ সরকার, মমতা ডেন্টাল পয়েন্ট এন্ড ফিজিওথেরাপির ব্যবস্থাপনা পরিচালক সুমন বর্মন,
প্যারালাইসিস ও ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডা: সুশান্ত কুমার সূত্রধর,মমতা ডেন্টাল পয়েন্ট এন্ড ফিজিওথেরাপির নির্বাহী পরিচালক সজল বর্মন, সামিয়া ল্যাব এইড…ব্যবস্থাপনা পরিচালক মোঃ জসীম উদ্দিন প্রমূখ।
মমতা ডেন্টাল পয়েন্ট এন্ড ফিজিওথেরাপির ব্যবস্থাপনা পরিচালক সুমন বর্মন বলেন, আমরা স্বাস্থ্য খাতে নিরলস ভাবে সেবা দিয়ে যাচ্ছি, আমরা নিশ্চিন্ত করছি- ভাল ডাক্তার, জীবাণুমুক্ত যন্ত্রপাতি, ভাল পরিবেশ এবং ভাল ব্যবহার। অদূর ভবিষ্যতে আমরা নরসিংদীতে বিশ্বমানের ডেন্টাল চিকিৎসা নিশ্চিত করতে ” মমতা ডেন্টাল হাসপাতাল” স্থাপন করতে যা যা করণীয় সে লক্ষ্যে পরিকল্পনা নিয়ে যাচ্ছি।