নিজস্ব প্রতিবেদক
আগামীতে নিজেকে সুরক্ষায় ডায়াবেটিককে জানুন ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীতে “বিশ্ব ডায়াবেটিক দিবস” পালন করা হয়েছে। সোমবার (১৪ নভেম্বর) “বিশ্ব ডায়াবেটিকস দিবস” উপলক্ষে সকালে
নরসিংদী ডায়বেটিক এন্ড জেনারেল হাসপাতালের সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত
আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, নরসিংদী সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবু কায়সার সুমন। আলোচনায়, ডায়বেটিক কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, ডায়বেটিক হলে করণীয় এবং খাদ্যাভাস কতটুকু পরিবর্তন হবে এবং এটিকে ভয় না পেয়ে কিভাবে প্রতিরোধ করা যায় এসব বিষয়ে আলোচনা করা হয়।
এছাড়া অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন নরসিংদী ডায়বেটিক সমিতির সাধারণ সস্পাদক নুরুল আমিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল কায়েস, অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহীদুল ইসলাম প্রমুখ। অতিথি ছাড়াও আলোচনা সভায় অন্তত শতাধিক ডায়বেটিক এ আক্রান্ত নারী পুরুষ উপস্থিত ছিলেন।