নরসিংদী প্রতিনিধি
নরসিংদীতে বিএনপির ভাবমূর্তি নষ্টকারী চাঁদাবাজদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দলীয় নেতাকর্মীরা। শুক্রবার (৪ অক্টোবর) বিকেলে জেলা শহরে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
নরসিংদী জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি শাহেন শাহ শানুর নেতৃত্বে বিকেলে নরসিংদী জেলা শহরের সাটিরপাড়া পেট্রোলপাম্প থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে রজনীগন্ধ্যা চত্বর, হোসেন বাজার, কুমিল্লা কলোনি হয়ে ভাগদী মসজিদের সামনে এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিল শেষে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, নরসিংদী জেলা বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক আলমগীর হাবীব, নরসিংদী জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি শাহেন শাহ শানু ও জেলা তাঁতীদলের সভাপতি হুমায়ূন কবির কামাল।
বক্তারা বলেন, সম্প্রতি বিএনপির নাম ভাঙিয়ে বিভিন্ন মহলে চাঁদাবাজির অভিযোগ শুনা যাচ্ছে। যারা বিএনপির নাম ভাঙিয়ে ভাবমুর্তি নষ্ট করছেন তাদের চিহ্নিত করার কথা বলেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি ওই সকল চাঁদাবাজদের হুশিয়ার করে দিয়ে বলেছেন যারা দলের না ভাঙিয়ে দলের ভাবমুর্তি নষ্ট তাদের কাউকে ক্ষমা করা হবে না। এছাড়াও আগামী শারদীয়া দূর্গোসবকে ঘিরে একটি মহল নাশকতা সৃষ্টির পায়তারা করছেন। কোনভাবেই যেন এই নাশকতা করতে না পারে সে জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের নেতাকর্মীদের সজাগ দৃষ্টি রাখার আহবান জানান।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মো. লিটন, সাদ্দাম সরকার, সারোয়ার হোসেন হৃদয়, আলী মর্তুজা প্রমূখ।