সব
facebook raytahost.com
নরসিংদীতে বিএনপির গণমিছিল যেতে পুলিশি তল্লাশির মুখে নেতাকর্মীরা; আটক ১৭ | Holypennews

নরসিংদীতে বিএনপির গণমিছিল যেতে পুলিশি তল্লাশির মুখে নেতাকর্মীরা; আটক ১৭

নরসিংদীতে বিএনপির গণমিছিল যেতে পুলিশি তল্লাশির মুখে নেতাকর্মীরা; আটক ১৭

জুবায়ের আহমেদ জনি
নরসিংদীতে জেলা বিএনপির কার্যালয় সংলগ্ন  মোড়ে পুলিশি বাধার কারণে নির্ধারিত স্থানে কেন্দ্রঘোষিত গণমিছিল কর্মসূচি পালন করতে পারেননি দলীয় নেতা নেতাকর্মীরা। পরে তাৎক্ষণিক সিদ্ধান্তে জেলা বিএনপির নেতাকর্মীরা কার্যালয় থেকে এক কিলোমিটার দূরের চিনিশপুর কালীবাড়ি এলাকার সড়কে এই গণমিছিল কর্মসূচি পালন করেন।
গণমিছিলের সামনে পিছনে এবং ঘটনাস্থলের  আশপাশের এলাকা থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের অন্তত ১৭ জন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৪ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে  গণমিছিলের নির্ধারিত সময় থাকলেও কর্মসূচি শুরু হয় বিকেল সাড়ে ৪টায়।
জেলা বিএনপির সদস্য সচিব মনজুর এলাহীর নেতৃত্বে গণমিছিল কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক গোলাম কবির কামাল, দ্বীন মোহাম্মদ দীপু, ফারুক উদ্দিন ভূঁইয়া ও মহসীন হোসাইন বিদ্যুৎ। এতে বিভিন্ন উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা কয়েক শতাধিক নেতাকর্মী অংশ নেন।
বিএনপির নেতাকর্মীরা জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার বিকেল ৩টায় চিনিশপুরস্থ জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে গণমিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। এ বিষয়ে স্থানীয় পুলিশ প্রশাসনকেও জানানো হয়েছিল। দুপুর থেকেই শহরের বিভিন্ন এলাকাসহ আশপাশের উপজেলা থেকে বিএনপির নেতাকর্মীরা জেলা বিএনপি কার্যালয়ের সামনে এসে জড়ো হতে থাকেন।
এ সময় বিএনপির কার্যালয় সংলগ্ন মোড়, জেলাখানার মোড় ও গ্যাস অফিস মোড়ে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন ছিলেন। তারা চৌকি বসিয়ে নেতাকর্মীদের তল্লাশী করেন এবং বেশকিছু নেতাকর্মীকে আটক করেন। বাধা পেয়ে পরে সিনিয়র নেতাদের তাৎক্ষণিক সিদ্ধান্তে কার্যালয় থেকে এক কিলোমিটার দূরের একটি মসজিদের সামনে অবস্থান নেন নেতাকর্মীরা। সেখান থেকে পাঁচ মিনিটের গণমিছিল নিয়ে প্রায় তিন শতাধিক নেতাকর্মী চিনিশপুর কালীবাড়ির সামনে যান।  এসময় জেলা বিএনপির সিনিয়র নেতারা বক্তব্য রাখেন।
এ সময় জেলা বিএনপির সদস্য সচিব মনজুর এলাহী ক্ষমতাসীন আওয়ামী লীগকে উদ্দেশ্য করে তার বক্তব্যে বলেন, আমাদের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সহ সভাপতি ও যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনসহ সারাদেশের ২৫ হাজার নেতাকর্মীকে আপনারা মিথ্যা, গায়েবী ও হয়রানিমূলক মামলায় গ্রেফতার করেছেন। যদি তাদের অবিলম্বে মুক্তি দেওয়া না হয় ও তাদের বিরুদ্ধে করা সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে না নেওয়া হয়, তাহলে সরকার পতনের আন্দোলনের ঘোষণা দেওয়া হবে। এছাড়াও ১০ ডিসেম্বরের বিভাগীয় সমাবেশকে ঘিরে নরসিংদীতে বিএনপির যত নেতাকর্মীকে মিথ্যা, গায়েবী ও হয়রানিমূলক মামলায় গ্রেফতার করা হয়েছে, তাদেরকেও অবিলম্বে মুক্তি দিতে হবে।
নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া বলেন, এই ঘটনায় তল্লাশী চালিয়ে মোট ১৭ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে অধিকাংশ ব্যক্তির বিরুদ্ধে আগে থেকেই নাশকতাসহ বিভিন্ন ধরণের মামলা রয়েছে। ওই মামলাগুলো যাচাই-বাচাই করে আটক ব্যক্তিদের গ্রেফতার দেখানো হবে।

আপনার মতামত লিখুন :

এইচটিআই কর্তৃক বিনামূল্যে চক্ষু পরীক্ষা, ঔষধ এবং পরামর্শ প্রদান

এইচটিআই কর্তৃক বিনামূল্যে চক্ষু পরীক্ষা, ঔষধ এবং পরামর্শ প্রদান

প্রতিবন্ধী ব্যক্তিকে হুইল চেয়ার উপহার দিয়ে সহেযািগতার হাত বাড়িেয়ে দিলেন ইউএনও

প্রতিবন্ধী ব্যক্তিকে হুইল চেয়ার উপহার দিয়ে সহেযািগতার হাত বাড়িেয়ে দিলেন ইউএনও

রাজশাহী বিদ্যুৎস্পৃষ্টে ২ শিশুর মৃত্যু

রাজশাহী বিদ্যুৎস্পৃষ্টে ২ শিশুর মৃত্যু

একনেকে ২৪ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন

একনেকে ২৪ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন

বালু উত্তোলন বন্ধে জনসচেতনতায়; সুইমিং প্রতিযোগিতার পক্ষে প্রচারণায় সংবাদ সম্মেলন

বালু উত্তোলন বন্ধে জনসচেতনতায়; সুইমিং প্রতিযোগিতার পক্ষে প্রচারণায় সংবাদ সম্মেলন

এবােরর বর্ষবরণে বন্দিদের খাবার তালিকায় ছিল পান্তা-ইলিশ

এবােরর বর্ষবরণে বন্দিদের খাবার তালিকায় ছিল পান্তা-ইলিশ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : মোঃ সারোয়ার খান

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৮৮, তরোয়া, নরসিংদী
ফোনঃ 01711205176 ই-মেইল : mdsaroarkhan@gmail.com
©২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Khan IT Host .com