নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসে শ্রদ্ধা জ্ঞাপন করে জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগ।
আজ সকালে নরসিংদী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জয়বাংলা চত্তরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুখ খান, পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান,নরসিংদী জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি মোঃ লিটন খন্দকার, সিভিল সার্জন ডা: নুরুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদ সহ নরসিংদী বঙ্গবন্ধু সৈনিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল সরকার, সাংগঠনিক সম্পাদক জাবেদ মিয়া,সহ সভাপতি মোঃ বিল্লাল প্রমখ্য।
এছাড়া জেলার সকল উপজেলা ও পৌরসভায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলের শুভেচ্ছা জানান সংশ্লিষ্ট উপজেলা পরিষদ চেয়ারম্যান, নির্বাহী কর্মকর্তাসহ হাজারো জনতা। তাছাড়া দিনব্যাপী বিভিন্ন স্কুল-কলেজসহ সকল সরকারী বে-সরকারী প্রতিষ্ঠানে নানা আয়োজনের মধ্যদিয়ে পালিত হবে দিবসটি।
নরসিংদী জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি মো: লিটন খন্দকার বলেন, বঙ্গবন্ধু আমাদের চেতনা, বঙ্গবন্ধু আমাদের আদর্শ, বঙ্গবন্ধু বাঙালি জাতির শ্রেষ্ঠ পুরুষ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারা জীবন ত্যাগ-নির্যাতন সয্য করে গিয়েছেন দেশের মানুষের জন্যে। তার প্রতি আমরা বঙ্গবন্ধু সৈনিক লীগের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করি।